‘তোমার জন্যই আমার বন্ধুরা আমাকে ঘৃ.ণা করে’

বিনোদন ডেস্ক : বলিউডে পা রাখার বিষয়ে শাহরুখ-গৌরিকন্যা বলেন, ‘মা-বাবাই আমার পথপ্রদর্শক’। মূলত জোয়া আখতার পরিচালিত নতুন সিনেমা ‘দ্য আর্চিস’। কমিক বইয়ের চরিত্রগুলো পর্দায় তুলে নিয়ে এসেছেন নির্মাতা। প্রকাশ্যে এসেছে ‘দ্য আর্চিস’-এর ট্রেলার। তবে এই কথা কাকে বলল সুহানা খান?

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ‘দ্য আর্চিস’-এর ট্রেলার। ষাটের দশকের প্রেক্ষাপটে রিভারডেল শহরের ১৭ বছর বয়সী কিছু স্কুল শিক্ষার্থীকে নিয়ে নিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প।

ছবিতে ‘ভেরোনিকা’ চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ কন্যা সুহানা। ট্রেলারে তাকে বলতে শোনা গেছে, ‘রিভারডেলের মনে রাখা উচিত ভেরোনিকা ফিরে এসেছে।’

ছবিতে শাহরুখ কন্যা ভেরোনিকা হয়ে তার বাবাকে বলে, ‘তোমার জন্যই আমার বন্ধুরা আমাকে ঘৃণা করে’। বাবার বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে তাকে। তবে তা বাস্তবে নয় কিন্তু।

ছবিতে ‘আর্চি অ্যান্ড্রুস’ চরিত্রে অভিনয় করেছেন বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। মিউজিকই তার সবকিছু। তবে পরিবার পছন্দ করে না তার এই মিউজিক প্রেম। শ্রীদেবী কন্যা খুশি কাপুর অভিনয় করেছেন ‘বেটি’ চরিত্রে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানা খান বলেন, ‘আমার মনে হয় নেটফ্লিক্সের ছবিতে থাকা এবং একজন বাস্তবে একজন অভিনেতা হিসেবে শুটিং সেটে কাজের সময় থাকা, এই দুই বিষয়ের মধ্যে বিস্তর পার্থক্য। কেননা, শুটিং সেটে অনেক মানুষ থাকে, লাইট, ক্যামেরা, মেকআপ, ড্রেসিং সব মিলিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতি। আর এসবের মধ্যে নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়।’

সুহানা আরও বলেন, ‘আমার প্রথম দিনের শুটিংয়ে আমি নার্ভাস ছিলাম অনেক। কেননা, আমার মনে হচ্ছিল সবাই আমাকে পরিচালকের দৃষ্টিভঙ্গিতে দেখছিল।’

‘দ্য আর্চি’ নামে একটি জনপ্রিয় আমেরিকান কমিকস রয়েছে, সেটার ওপর ভিত্তি করেই এটাকে ভারতীয় লাইভ-অ্যাকশন মিউজিক্যাল মুভি বানিয়েছেন জোয়া। আগামী ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য আর্চিস’।

সূত্র: হিন্দুস্তান টাইমস