উচ্চতা বিড়ম্বনা নিয়ে যা বললেন মৌসুমী

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি! যা সহ-অভিনেত্রীদের চেয়ে বেশি। এবং অনেক অভিনেতার চেয়েও বেশি! উচ্চতায় লম্বা হওয়ায় অনেক সহকর্মী তার সঙ্গে কাজে আপত্তি তোলেন! এই উচ্চতা বিড়ম্বনা নিয়েই এবার কথা বললেন মৌসুমী!

সম্প্রতি কেরানীগঞ্জে ‘রহিম সুমনের বংশ প্রদীপ’ নাটকের শুটিং স্পটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের উচ্চতা নিয়ে সমস্যার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা জানিয়ে মৌসুমী বলেন, অনেকে এমনভাবে আমাকে কথা শুনিয়েছেন, একসময় মনে হয়েছে লম্বা হয়ছি যেন এটা আমার ভুল! উচ্চতা নিয়ে এতো কথা শুনেছি নিজেই বাধ্য হয়ে ভেবেছি বেশি উচ্চতার হওয়ায় নিজে কোনো ভুল করেছি কিনা।

‘আমার উচ্চতা বেশি এখানে আমার হাত কোথায়? এটা তো সৃষ্টিকর্তা প্রদত্ত তাই না? লুলা বা ল্যাংড়াদের যেভাবে দেখা হয়, অনেকসময় আমি মানুষের কথা সেটা অনুভব করেছি। এমনসব মানুষ আমার উচ্চতা নিয়ে অভিযোগ করেছেন যাদের সঙ্গে আমার প্রচুর কাজ আছে সেগুলো ইউটিউবে দৃশ্যমান।’

উদাহরণ টেনে মৌসুমী হামিদ বলেন, ‘বলিউডের শাহরুখ খান, সালমান খান এবং আমির খানের সঙ্গে যারা কাজ করেন তাদের উচ্চতা কিন্তু বেশি। ‘টাইগার থ্রি’-তে সালমানের বিপরীতে ক্যাটরিনা অভিনয় করেছেন। তিনি অবশ্যই সালমানের চেয়েও লম্বা। তাদের তো উচ্চতা বেশি সহশিল্পীদের সঙ্গে কাজ করতে সমস্যা হয় না। তাহলে আমাদের সালমান খানদের এতো সমস্যা হয় কেন বুঝি না। তবে অন্যদের আপত্তি থাকলে আমার কোনো সমস্যা নেই। আমার চেয়ে খাটো হিরোদের সঙ্গে কাজে করতে আপত্তি নেই। কারণ আমি নিজেকে বিউটিফুল এবং এলিগেন্ট মনে করি।’

২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু মৌসুমীর। এরপর থেকে তিনি বহু সহশিল্পীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তিনি জানান, শুরু থেকে কোনো সমস্যার মোকাবিলা করেননি। ২০১৮ সালের পর থেকে উচ্চতা বেশি কথাটা বেশি শুনেছেন।

২০১১ সাল থেকে নিয়মিত নাটকে অভিনয় করেছেন মৌসুমী। মোশাররফ করিম, সাজু খাদেম, অ্যালেন শুভ্রর মতো বহু কম উচ্চতার শিল্পীদের পেয়েছেন মৌসুমী। তিনি বলেন, ২০১৮ থেকে যখন ইউটিউবে কাজ বেশি হতে থাকলো, একে অন্য বেশি বেশি জুটি হয়ে কাজ করতে থাকলো তখন থেকে উচ্চতা নিয়ে কথা শুনতে হয়েছে।