ঢাকায় আমার মা-বাবার দেশ : ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক : ‘ঢাকা আমার মা-বাবার দেশ’ মন্তব্য করে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেছেন, ‘এটা এখন আমার নিজের শহর। তাই যতবার ঢাকা আসি, ততবার মনে হয় নিজের শহরে এসেছি।’

ঋতুপর্ণা সেনগুপ্ত

শনিবার (১২ আগস্ট) রাতে ঢাকার নিকেতনের ফিল্ম ক্লাবে সংবাদিকের সাথে আড্ডায় এ কথা জানান তিনি।

ঋতুপর্ণা তার নতুন সিনেমা ‘স্পর্শ’র শুটিং করতে বাংলাদেশে এসেছেন। ‘স্পর্শ’ টিমের সাথে ফিল্ম ক্লাবে হাজির হন তিনি। টালিউড ও ঢালিউডে তিন দশক ধরে কাজ করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকাই সিনেমার কিংবদন্তি হুমায়ুন ফরীদি থেকে এ প্রজন্মের আরিফিন শুভ- সবার সাথেই অভিনয় করেছেন পাল্লা দিয়ে।

‘স্পর্শ’র সিনেমাটিতে তার সাথে অভিনয় করা নিরবের বিষয়ে ঋতুপর্ণা বলেন, ‘খুব ভালো অভিনয় করেন। সামনে আরো ভালো কাজ করবেন। অনেক সময় পড়ে আছে। সামনে ওর ভবিষ্যৎ অনেক ভালো।’

‘স্পর্শ’ সিনেমা নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘এবার ঢাকা এসেছি সিনেমার শেষ লটের শুটিং করতে। সুন্দর গল্পের একটা সিনেমা। খুব ভালো হচ্ছে শুটিং।’

প্রসেনজিতের সাথে জুটির বিষয়ে ঋতুপর্ণা বলেন, ‘‘অনেক ভালো কাজ উপহার দিয়েছি আমরা। অনেক বছর পর ‘প্রাক্তন’ সিনেমায় আমরা জুটি হয়ে এসেছিলাম। সিনেমাটা ব্লক বাস্টার হয়েছে। নতুন তথ্য হলো, আমাদের জুটির ৫০তম সিনেমা হতে যাচ্ছে। এখনো নাম ঠিক হয়েনি, কাজ চলছে। এ বছরই শুটিং শুরু হবে। সিনেমাটা নির্মাণ করবেন কৌশিক গাঙ্গুলি।’

আড্ডার শেষ দিকে বাংলাদেশের অন্য নায়কদের সাথে অভিনয়ের স্মৃতির প্রসঙ্গ তোলেন তিনি। একই সাথে ফেরদৌসের নতুন সিনেমা দেখতে আহ্বান জানান ঋতুপর্ণা। তিনি বলেন, ‘‘ফেরদৌস আমার পারিবারিক বন্ধু, অনেক বছরের সম্পর্ক, সারাজীবন থাকবে। তার একটা সিনেমা মুক্তি পেয়েছে, ‘মাইক’ নামের। খোঁজ নিয়ে জেনেছি, সিনেমাটা খুব ভালো চলছে।’’

চ্যাটজিপিটি চালাতে যত খরচ তাতে দেউলিয়া হতে পারে সংস্থাটি

ফেরদৌসের আরো একটা সিনেমা মুক্তি পাবে। ওই সিনেমা দেখারও আহ্বান জানান ঋতুপর্ণা।