বিনোদন ডেস্ক : হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত ঈদের ছবি ‘প্রিয়তমা’ যারা দেখেছেন, তাদের চোখে লেগে থাকার কথা কবির চরিত্রটি! নায়িকা ইধিকার সঙ্গে একাধিকবার যাকে স্ক্রিনে দেখা গেছে। এই চরিত্রটি করেছেন অভিনেতা সহীদ উন নবী।
তিনি জানান, প্রিয়তমা তার অভিনয় ক্যারিয়ারকে বহু প্রসারিত করে দিয়েছে। শুধু তাই নয়, এই ছবি মুক্তির পর থেকে ‘ফেইস ভ্যালু’ বেড়েছে বলেও জানান সহীদ!
তিনি জানান, অভিনেতা হিসেবে দর্শকদের কাছ থেকে বাড়তি কদর পাচ্ছেন। এমনকি তার একাধিক ঝামেলা মিটেছে শুধু ‘প্রিয়তমা’য় অভিনয় করার কারণে। সহীদ উন নবী তার ঝামেলা মিটে যাওয়াকে সেরা অভিজ্ঞতা হিসেবে দেখছেন।
‘এটিএম কার্ডের লিমিট বাড়ানোর জন্য রোজার ঈদের পর আবেদন করেছিলাম। কিন্তু ব্যাংক থেকে জানায় দেয়া যাবে না। ‘প্রিয়তমা’ মুক্তির পর যিনি আমার কার্ডে লিমিট বাড়াতে চাননি, তিনি ফোন করে জানান এক বন্ধুকে নিয়ে প্রিয়তমা দেখেছেন। আমার অভিনয় তাদের ভালো লেগেছে। এজন্য কার্ডের ঝামেলা উনি মিটিয়ে দিচ্ছেন। আমি উল্টে তাকে বলি, ভাই ছবি দেখে প্রশংসা করছেন এজন্য ধন্যবাদ, কিন্তু কার্ড লিমিট বাড়ানো লাগবে না। আরও একটা মজার অভিজ্ঞতা হচ্ছে, প্রিয়তমা দেখে আমার প্রাক্তন যোগাযোগ করেছে। টেক্সট পাঠিয়ে অভিনয়ের প্রশংসা জানিয়েছে।”
নাটক নির্মাণের পাশাপাশি অভিনয়ও করে থাকেন সহীদ উন নবী। এর আগে তিনি তোমাকে ভালোবাসি ও জ্বীন ছবিতেও অভিনয় করেছেন। নবী বলেন, জ্বীন ছবিতেও ভালো সাড়া পেয়েছি। কিন্তু ‘প্রিয়তমা’ করার পর থেকে সবচেয়ে বেশী ফিডব্যাক আসছে। আমি মনে করি আমার বলার মতো ছবি ‘প্রিয়তমা’। শাকিব ভাই আমাদের মেগাস্টার। তার সঙ্গে অভিনয় করেছি, মানুষ আমার অভিনয় দেখে মজা পেয়েছে এটা চারটিখানি কথা নয়!
‘প্রিয়তমা’তে অভিনয়ের জন্য পরিচালক হিমেল আশরাফ কল করেছিলেন নবীকে। তিনি বলেন, ঈদে নাটকের কাজের মধ্যেও ১৭ দিন সময় বের করে ‘প্রিয়তমা’ করেছি। শাকিব খান নিজের মধ্য থেকে বেরিয়ে সুমন চরিত্রে বসবাস করেছেন। ঢাকা কক্সবাজার সুনামগঞ্জ সবখানে তার সঙ্গে শুটিং করে দেখেছি তিনি যে মেগাস্টার সেটাতে মোটেও ভর করেননি। চরিত্রটি নিয়ে থেকেছেন। এজন্য নতুনভাবে তাকে দর্শক দেখে লুফে নিয়েছে।
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ মুক্তির তিন সপ্তাহ পার করছে। পরিচালক ও প্রযোজক জানান, ইতোমধ্যে প্রিয়তমা ব্লকবাস্টার হয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় দেশের ৮৪ সিনেমা হলে দেদারসে চলছে রোম্যান্টিক ট্র্যাজেডি গল্পের ছবি ‘প্রিয়তমা’।
নবী বলেন, এমন ভালো গল্প এবং সহশিল্পী পেলে আগামীতে সিনেমায় আরও অভিনয় করতে চাই। প্রিয়তমা আমাকে অনেক বেশী অনুপ্রাণিত করেছে। শাকিব ভাইয়ের দর্শক আছেন যারা শাকিবিয়ান, তারা আমাকে পছন্দ করছে। আমি কাজটি করে খুব খুশি, এই ছবির সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।