মিয়ানমারের কাচিন ও মাগওয়ে অঞ্চলে পৃথক পৃথক বিমান হামলায় অন্তত ২৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কাচিন রাজ্যের ভামো টাউনশিপের কাউং জার গ্রামে একটি দোয়া মাহফিলকে লক্ষ্য করে বিমান হামলা চালায় সামরিক জান্তা বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, এতে ২২ জন নিহত এবং অন্তত ২৮ জন আহত হন। গ্রামটি বাস্তুচ্যুত যুদ্ধাহত পরিবারদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত।
স্থানীয় সশস্ত্র গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) জানিয়েছে, গ্রামে তাদের কোনো সদস্য বা অবস্থান ছিল না। কেআইএ মুখপাত্র কর্নেল নও বু অভিযোগ করেছেন, জান্তা বাহিনী সচেতনভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যা স্কুল, বাড়ি এবং ভীড়ের মধ্যে অব্যাহত।
একই দিনে মাগওয়ের আউংলান টাউনশিপের তাট কোনে গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালানো হয়। স্থানীয় তথ্য অনুসারে, এতে এক শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।
এর আগে, রাখাইন রাজ্যে আরাকান আর্মি পরিচালিত একটি কারাগারের ওপরও জান্তা বাহিনী হামলা চালায়, যেখানে ২১ জন সেনা ও তাদের স্বজন নিহত এবং আরও ৩০ জন আহত হন।
এই ধারাবাহিক বিমান হামলা নতুন করে মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ বাড়াচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


