জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আমামি সাবেক প্যানেল মেয়র, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক ১ নম্বর প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডন (৫৮), জেলা যুবলীগের সদস্য সৈয়দ সাদিকুল মোমেন তানিম (৪২), ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান রাকিব (২৭), মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আ. আল রুমেল হিমু (৩৯), আওয়ামী লীগ কর্মী নাহিদুর রহমান নাহিদ (৪৩)।
এছাড়া বিভিন্ন মামলার আসামি রমজান আলী (৪৪), মোস্তফা ওরফে মস্তু ওরফে জনি (২৫), নাসির (২২) ও মাহফুজুর রহমান (২০)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি ছিলেন। পুলিশের একাধিক টিম সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছেন। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।