জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এডিপির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী, প্রকল্প সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও ঠিকাদারদের বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে গত রবিবার দুপুরে প্রকল্পগুলো পরিদর্শন করেন জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা সহকারী পরিচালক বুলু মিয়া। পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন তিনি।
সূত্র জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ফুলবাড়ীয়া উপজেলায় আটটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের মোট বরাদ্দ ছিল ৭৫ লাখ টাকা। আটটি প্রকল্প দরপত্রের মাধ্যমে বাস্তবায়নের কথা থাকলেও কাগজে কলমে প্রকল্প দেখিয়ে ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কোনো প্রকল্পের কাজই হয়নি। কিন্তু সব কয়টি প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে। ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের এডিপির বরাদ্দের এসব প্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা ছিল স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে।
প্রকল্পগুলো হলো ইছাইল উচ্চ বিদ্যালয়ের সংস্কারের জন্য ১০ লাখ টাকা, আন্ধারিয়াপাড়া বিডিএস দাখিল মাদ্রাসা ১০ লাখ টাকা, কাচিচূড়া উচ্চ বিদ্যালয় ১০ লাখ টাকা, সলেমন নেছা এতিমখানা ও দাখিল মাদ্রাসা ১০ লাখ, অন্নেষন উচ্চ বিদ্যালয় ১০ লাখ টাকা, উপজেলা পরিষদের রাস্তা (HB) করা ১০ লাখ, উপজেলা শিল্পকলা একাডেমি ১০ লাখ এবং উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টার মেরামত ৫ লাখ টাকা।
অভিযোগ এসেছে, ঐ আট প্রকল্পের কাজ তিনটি ঠিকাদারি-প্রতিষ্ঠানের নামে দিয়ে কাজ না করে টাকা তুলে ভাগ-বাটোয়ারা করে আত্মসাৎ করেছে উপজেলা প্রকৌশলী, প্রকল্প সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঠিকাদারিপ্রতিষ্ঠান প্রসাদ এন্টারপ্রাইজ, অর্ণব এন্টারপ্রাইজ, উড়ালাল এন্টারপ্রাইজ। গত ২৫ জুন ৭৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে তারা। সম্প্রতি আটটি প্রকল্প এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনো প্রকল্পের কাজই সম্পন্ন হয়নি। অথচ কাগজে কলমে সব কয়টি প্রকল্পই বাস্তবায়িত দেখানো হয়েছে।
ময়মনসিংহ দুদকের সহকারী পরিচালক বুলু মিয়া বলেন, ‘উপজেলার আটটি প্রকল্পের জন্য ৭৫ লাখ টাকা বরাদ্দ আসে। প্রকল্পের অনিয়মের অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদনপ্রাপ্ত হয়ে আমরা অভিযান পরিচালনা করি। ছয়টি প্রকল্প আমরা সরেজমিনে যাচাই-বাছাই করছি। যাচাই কালে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি। দেখা গেছে যে, কোনো কোনো জায়গায় কাজ না করেই প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে এবং কোনো কোনো জায়গায় কাজ এখনো চলমান দেখিয়ে আগেই টাকা উঠিয়ে নেওয়া হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।