জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ৪৮০ পিস ভারতীয় কম্বলসহ একটি পিকআপ ভ্যান জব্দ ও ৩ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তারাকান্দা টু ধোবাউড়া সড়কের হরিয়াগাই বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন মোহাম্মদ আলী (২৩), শফিকুল ইসলাম (২০) ও মনির হোসেন (২৩)। মোহাম্মদ আলী জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ খাওয়া গ্রামের মদ ব্যাপারী ও রাশেদা বেগমের পুত্র।
শফিকুল একই উপজেলার উত্তর মোয়াবাড়ি গ্রামের মজিবর রহমান ও সালমা বেগমের পুত্র এবং মনির একই উপজেলার দক্ষিণ ভাতগাঁও গ্রামের শুকুর আলী ও ময়না বেগমের পুত্র। আটকের পর যৌথ বাহিনীর সদস্যরা তাদেরকে তারাকান্দা থানায় হস্তান্তর করেন। এ ব্যাপারে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।