Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home নরক থেকে আসা রহস্যময় সংকেত—ব্যাখ্যা দেবে জেমস ওয়েব টেলিস্কোপ
    Environment & Universe জেমস ওয়েব টেলিস্কোপ James Webb Space Telescope বিজ্ঞান ও প্রযুক্তি

    নরক থেকে আসা রহস্যময় সংকেত—ব্যাখ্যা দেবে জেমস ওয়েব টেলিস্কোপ

    Saiful IslamOctober 26, 20234 Mins Read
    Advertisement

    বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মহাকাশে নরককুণ্ড বলা যেতে পারে কোন বস্তুটিকে। অনেকে হয়তো বলবেন ব্ল্যাকহোল কিংবা সূর্যের মতো নক্ষত্রদেরকে। কিন্তু নরককুণ্ড আরো থাকতে পারে। হতে পারে সেটা একটা গ্রহ।

    ২০০৪ সালে আবিষ্কার হয় একটা নারকীয় গ্রহ। বিজ্ঞানীরা সেই গ্রহটির নাম দেন ৫৫ ক্যানক্রি ই। পৃথিবীর চেয়ে আট গুণ বড় এই গ্রহটি।
    কেন এটাকে নরকের সঙ্গে তুলনা করা হচ্ছে?

    পৃথিবীর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠলেই যেখানে আমাদের নাভিশ্বাস ওঠে, সেখানে এই গ্রহটির দিনের তাপমাত্রা আড়াই হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি! ভাবা যায়, কী অবস্থা?

    ভয়ংকর উত্তপ্ত এই গ্রহের আচরণ বিজ্ঞানীদের দুশ্চিন্তায় রেখেছে এত দিন।

    গ্রহটি থেকে কখনো শুধু অদৃশ্য অবলোহিত বা ইনফ্রারেড আলো আসে, কখনো এর সঙ্গে আসে দৃশ্যমান আলোও। কেন এমন হয়?
    সম্প্রতি সুইজ্যারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমি অ্যান্ড প্ল্যানেটরি সায়েন্সের অধ্যাপক কেভিন হেঙ জানিয়েছেন, নাসার জেমস ওয়েব টেলিস্কোপই পারবে সেই গ্রহ থেকে আসা রহস্যময় সিগন্যালের ব্যাখ্যা করতে। এ বিষয়ে তিনি একটা গবেষণাপত্র প্রকাশ করেছেন অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে।
    ৫৫ ক্যানক্রি ই গ্রহটি পৃথিবী থেকে চল্লিশ আলোক বর্ষ দূরে।

    তার মানে সেখান থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে ৪০ বছর। গত দুই দশক ধরে বিজ্ঞানীরা লক্ষ করছেন গ্রহটির অদ্ভুত সব আচরণ। কখনো গ্রহটির বায়ুমণ্ডল ছোট হচ্ছে, কখনো বা বেড়ে যাচ্ছে বায়ুমণ্ডলের আকার।

    অর্থাৎ গ্রহটিতে পর্যায়ক্রমে বায়মুণ্ডলের গ্যাস পুড়ে নিঃশেষ হয়ে যায়। তার পরই আবার এর পৃষ্ঠ থেকে আগ্নেগিরির লাভা বিস্ফোরণ শুরু হয়। তৈরি করে উত্তপ্ত বায়ুমণ্ডল।

    এর কারণ কী?

    উত্তর যে বিজ্ঞানীদের একেবারেই অজানা, তা কিন্তু নয়। গ্রহটি তার মাতৃনক্ষত্র থেকে খুব কাছের কক্ষপথে ঘুরছে। পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, এর মাত্র ২% দূরত্ব থেকে মাতৃনক্ষত্রের কক্ষপথে ঘুরছে ৫৫ ক্যানক্রি ই। মাত্র ১৭ ঘণ্টায় গ্রহটি পুরো কক্ষপথ একবার ঘুরে আসে, যেখানে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে লাগে ৩৬৫ দিন! মাতৃনক্ষত্রের এত কাছে বলেই নরকের মতো চরম পরিস্থিতি তৈরি হয়ে গ্রহটিতে।

    দিনের বেলা মানে যে অংশে নক্ষত্রের আলো পড়ে সেই অংশের তাপমাত্রা উঠে যায় ২৪২৭ ডিগ্রি সেলসিয়াস, রাতে যখন অন্ধকার তখনো এর তাপমাত্রা ১১২৭ ডিগ্রি সেলসিয়াস।

    তবে গ্রহটির সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, এর থেকে আসা সিগন্যাল, যার কথা আগেই বলেছি। সম্প্রতি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে কেভিন হেঙ এমন অদ্ভুত সিগন্যালের বিষয়ে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। আর বলেছেন, তাঁর ব্যাখ্যার প্রমাণ দিতে পারে শুধু মহাকাশে স্থাপিত জেমস ওয়েব টেলিস্কোপ।

    গবেষকেরা বলেন, নক্ষত্রের এত কাছে থাকে বলে এর পৃষ্ঠে মারাত্মক প্রভাব পড়ে। অতি তাপমাত্রায় গ্রহটির বুকে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিগুলোর মুখ খুলে যায়। তখন প্রচণ্ড বেগে লাভা উদগিরণ করে। তখন কার্বনের পরিমাণ বেড়ে যায় গ্রহটির বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলে নানা রকম গ্যাসীয় পদার্থও ছড়িয়ে পড়ে, তখন ঘন একটা বায়ুমণ্ডল তৈরি হয়। কিন্তু অতি তাপমাত্রার কারণে ক্রমেই বায়ুমণ্ডলের ঘনত্ব কমতে থাকে। একসময় বায়ুমণ্ডল এতটাই হালকা হয়ে যায়, গ্রহটির মহাকর্ষ বল সেই বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারে না, মহাশূন্যে মিলিয়ে যায় গ্যাসগুলো। নতুন করে আবার আগ্নেয়গিরির মুখ খোলা পর্যন্ত গ্রহটি বায়ুমণ্ডলশূন্য থাকে।

    হেঙ দাবি করেছেন, গ্রহটির এই চরম অস্থিতিশীল আবহাওয়ার কারণেই এর থেকে অদ্ভুত সিগন্যাল আসে। যখন গ্রহটিতে উত্তপ্ত বায়ুমণ্ডল থাকে, সেখান থেকে তখন দৃশ্যমান আলো নির্গত হয়। একই সঙ্গে এর পৃষ্ঠ থেকে বিকিরিত অবলোহিত বা ইনফ্রারেড রশ্মি বিকিরিত হয়। তখন দুই ধরনের সিগন্যালই পৃথিবীতে আসে। কিন্তু যখন এর বায়ুমণ্ডল থাকে না, তখন এর উত্তপ্ত পৃষ্ঠ থেকে আসা অবলোহিত রশ্মিই শুধু পৃথিবীতে আসে। এ কারণেই গ্রহ থেকে আসা সিগন্যালের এমন তারতম্য দেখা যায়।

    কেভিন হেঙ সিগন্যালের এই অদ্ভুত আচরণের যে ব্যাখ্যা তিনি দিচ্ছেন, এটা তাঁর ধারণাপ্রসূত। নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি। তবে নিশ্চিত করার জন্য একটা পরীক্ষার উপায় বাতলে দিয়েছেন হেঙ। তাঁর মতে, মহাকাশে স্থাপন করা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নভোদূরবীক্ষণ যন্ত্র জেমস ওয়েব টেলিস্কোপই পারে এ ধারণার প্রমাণ দিতে। জেমস ওয়েব টেলিস্কোপের সাহায্যে গ্রহটির বায়ুমণ্ডলের চাপ, তাপমাত্রা ইত্যাদির চুলেচেরা বিশ্লেষণ করলেই হয়তো তাঁর ধারণার প্রমাণ পাওয়া যেতে পারে। জেমস ওয়েব টেলিস্কোপ যাঁরা নিয়ন্ত্রণ করেন, তাঁদের ওপর নির্ভর করছে হেঙয়ের এই ধারণা প্রমাণ করার জন্য জেমস ওয়েবকে ব্যবহার করা হবে কি না।

    সূত্র : James Webb Space Telescope could have explained the mysterious signals from ‘hell planet’ 40 light-years away/Space.com

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ওয়েব environment james space telescope universe webb আসা জেমস টেলিস্কোপ থেকে দেবে নরক প্রভা প্রযুক্তি বিজ্ঞান রহস্যময় সংকেত—ব্যাখ্যা
    Related Posts
    iPhone 16

    iPhone 16 : অবিশ্বাস্য দামে আইফোন, ফ্লিপকার্ট ও অ্যামাজনে চলছে বিশাল ছাড়!

    July 22, 2025
    Galaxy Z Fold7

    মাত্র ৪৮ ঘণ্টায় ২.১ লক্ষ Samsung Galaxy Z Fold7, Z Flip7 ও Z Flip7 FE-এর প্রি-অর্ডার বুকিং!

    July 22, 2025
    Samsung-Galaxy-M35-5G

    ১৫ হাজার টাকার কমে সেরা ৫টি স্মার্টফোন!

    July 22, 2025
    সর্বশেষ খবর
    চামড়া ঝলসানো শরীরে

    চামড়া ঝলসানো শরীরে দৌঁড়ানো ছেলেটি রোহান

    প্রথম বাংলাদেশি হিসেবে

    প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে ঢাবি অধ্যাপক

    পাশাপাশি সাজানো তিনটি

    পাশাপাশি সাজানো তিনটি শিশুর তাজা কবর, এক বিষাদের গল্প

    নিরাপদ ভ্রমণের গাইড

    নিরাপদ ভ্রমণের গাইড: ভ্রমণকারীদের জন্য জরুরি অ্যাপ যেন পকেটে থাকা রক্ষাকর্তা

    জুলাইয়ের ২১ দিনেই

    জুলাইয়ের ২১ দিনেই রেমিট্যান্স এসেছে ১৭০ কোটি ডলার

    টিনএজারদের পড়াশোনার সঠিক পদ্ধতি

    টিনএজারদের পড়াশোনার সঠিক পদ্ধতি: সফলতার চাবিকাঠি হাতে নিন

    তারেক

    জাতীয় শোকের এই সময়ে সবাইকে শান্ত ও সংহত থাকার আহ্বান তারেক রহমানের

    পরেশ

    সুস্থতার জন্য টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেছিলেন পরেশ রাওয়াল

    মৃতের সংখ্যা

    মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ৩২, আশঙ্কাজনক এখনও ১৬৫ জন

    Realme Narzo 80x

    8GB RAM সহ মাত্র 12498 টাকায় মিলবে Realme Narzo 80x 5G

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.