জুনিয়র এনটিআরের ঘড়ির মূল্য জানলে চোখ কপালে উঠবে আপনার

জুনিয়র এনটিআরের ঘড়ি

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র অভিনয়শিল্পীদের বিলাসবহুল গাড়ি ও স্পোর্টস বাইকের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে। মার্কেটে নতুন মডেলের গাড়ি বা মোটর সাইকেল এলেই তা সংগ্রহ করার চেষ্টা করেন তারা।

জুনিয়র এনটিআরের ঘড়ি

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর-এর গাড়ির প্রতি ভালোবাসা কম নয়। ‘জয় লাভা কুসা’খ্যাত এই অভিনেতা সবসময়ই ভালো ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করে থাকেন। এবার তার একটি হাতঘড়ি নজর কেড়েছে নেটিজেনদের। কারণ এ ঘড়ির মূল্য জানলে চোখ কপালে উঠে যাবে!

জুনিয়র এনটিআরের একটি ছবি অন্তর্জালে ভেসে বেড়াচ্ছে। তাতে দেখা যায়, জুনিয়র এনটিআরের মুখ ভর্তি দাড়ি। পরনে পাঞ্জাবি-কটি। তার বাঁ হাতে শোভা পাচ্ছে নেভি ব্লু রঙের একটি ঘড়ি। ঘড়িটি নেটিজেনদের নজর কেড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সিয়াসাত ডটকম জানিয়েছে, বিশ্বের শীর্ষ ঘড়ির ব্র্যান্ডের অন্যতম হচ্ছে— পাটেক ফিলিপ। সুইজারল্যান্ডের বিলাসবহুল এই ব্র্যান্ডের ঘড়ি এটি। গ্র্যান্ড কমপ্লিকেশনের এই ঘড়ির মডেল ৫৩৭ওপি-০১১ (প্লাটিনাম)। এর মূল্য ২ লাখ ৯৫ হাজার ৭০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২৫ লাখ ৩৭ হাজার টাকার বেশি।

ঘড়িটির এত মূল্য দেখে বিস্ময় প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ কেউ বলেছেন— ‘এই অর্থ অসংখ্য মানুষের এক জীবনের আয়।’

নকিয়ার যুগে আবারও ফিরে যেতে চায় মানুষ

জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। গত বছরের ২৫ মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি। এ সিনেমার সাফল্যের ঝুলিতে জমা পড়েছে অস্কার পুরস্কার।