প্রকাশ্যে জুনিয়র এনটিআরের নতুন সিনেমার লুক ভাইরাল

জুনিয়র এনটিআর

বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউডের পাশাপাশি দক্ষিণের সিনেমা দাপটের সঙ্গে বক্স অফিস কাপাচ্ছে। আর এই বক্স অফিসে যারা লক্ষীভার এনে দেয় তাদের অন্যতম একজন হলেন জুনিয়র এনটিআর।

জুনিয়র এনটিআর

‘আরআরআর’ সিনেমায় এনটিআরকে দর্শকেরা বাঘের সঙ্গে লড়াই করতে দেখেছেন। এবার আর বাঘ নয়, তিনি লড়াই করবেন গভীর সমুদের হাঙ্গরের সঙ্গে। তবে সেটাও সিনেমায় চরিত্রের প্রয়োজনে।

‘জনতা গ্যারেজ’ সিনেমা মুক্তির ১৬ বছর পর পরিচালক কোরাতলা শিবার সঙ্গে কাজ করছেন এনটিআর। তাদের নতুন সিনেমার নাম ‘দেবারা’। আর এই সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাঙ্গরের সঙ্গে সমুদ্রে জুনিয়র এনটিআরের অ্যাকশন দৃশ্য।

‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআর-এর সঙ্গে পর্দা শেয়ার করবেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। আর এই সিনেমার মধ্য দিয়ে জাহ্নবীর অভিষেক হচ্ছে তেলুগু ইন্ডাস্ট্রিতে। এ ছাড়াও সাইফ আলি খানকে দেখা যাবে এই সিনেমায়।
ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে দেবারা সিনেমার পোস্টার।

মহাকাশ থেকে কেমন দেখায় বাংলাদেশকে

গেল বছরে মুক্তি পেয়েছে জুনিয়র এনটিআর এর সিনেমা ‘আরআরআর’। বক্স অফিস থেকে অ্যাওয়ার্ড শো, সব জায়গায় করেছেন বাজিমাত। এখন অপেক্ষা ‘দেবারা’ সিনেমায় কতটা চমক দেখাতে পারে এই সিনেমা।