Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রথমবারের মতো আসামের গুয়াহাটি-ঢাকার মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে।
সোমবার (১ জুলাই) আসামের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এ রুটে বিমান চলাচলের শুভ উদ্বোধন করেন।
গুয়াহাটির লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পতাকা নেড়ে স্পাইস জেট বিমান উড়ানের সবুজ সঙ্কেত দেন মুখ্যমন্ত্ৰী। আন্তর্জাতিক বিমান যোগাযোগ স্কিমের (আইএসিএস) অধীনে এই বিমান পরিষেবা চালু করা হলো। এই বিমান প্ৰতিদিন গুয়াহাটি ও ঢাকার মধ্যে চলাচল করবে।
বিমান পরিষেবার উদ্বোধন উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী সোনোয়াল বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদি গোটা উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আসাম ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে বিমান সেবা গড়ে তুলতে সরকার অগ্ৰাধিকার দিয়ে আসছে-উল্লেখ করেন মুখ্যমন্ত্ৰী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।