Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এর আগে গত বছর এই মনোহারী চায়ের দাম উঠেছিল ৩৯,০০১ টাকা। সেই রেকর্ড ভেঙে দিয়েছিল অরুণাচল প্রদেশের গোল্ডেন নিডল। তার এক কেজি চায়ের দাম ওঠে ৪০,০০০ টাকা। নিলামে এর আগে কখনও কোনও চায়ের দাম এত বেশি ওঠেনি বলেই সূত্রের খবর।
শুধু চা গাছের কুঁড়ি দিয়েই তৈরি হয় মনোহারী চা। মে ও জুন মাসে ভোরবেলা এই কুঁড়ি তোলা হয়। এই বছর মাত্র পাঁচ কেজি মনোহারী চা উৎপাদন হয়েছে। মঙ্গলবারের নিলামে দু-কেজি মনোহারী চা কিনেছেন সৌরভ টি ট্রেডার্সের মাঞ্জিলালল মহেশ্বরী।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।