আন্তর্জাতিক ডেস্ক : সাইক্লিস্ট হিসাবে সম্প্রতি বিশেষ মাইলফলক পার করেছিলেন অনিল কাদসুর। ১৫০০টি সেঞ্চুরি (১০০ কিলোমিটার) সাইকেল রাইড করার রেকর্ড গড়েছেন তিনি। ভারতের বিখ্যাত এই ফিটনেস আইকন মাত্র ৪৫ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেছেন। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
বেঙ্গালুরুর খ্যাতনামা এই ফিটনেস আইকন দিনে ১০০ কিলোমিটার সাইকেল রাইডের জন্য বিখ্যাত ছিলেন।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, টানা ৪২ মাস সেঞ্চুরি রাইড (১০০ কিমি) সম্পূর্ণ করে মোট ১৫০০টি সেঞ্চুরি সাইকেল রাইড করার রেকর্ড গড়েন তিনি। তবে যেদিন তিনি রেকর্ড গড়েন, সেদিন রাতেই শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর গত ২ ফেব্রুয়ারি শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবর মেলে।
কাদসুরের যাত্রা শুরু হয়েছিল ২০২২-এর আগস্টে ১০ দিনের জন্য তিনি ১০০ কিলোমিটার চ্যালেঞ্জ রাইডে অংশ নিয়ে। তার সঙ্গে আরও অন্য অংশগ্রহণকারীরা পদক অর্জনের পর থেমে গেলেও, কাদসুর তার দৈনন্দিন রুটিনে ১০০ কিলোমিটার সাইকেল রাইড বজায় রাখেন। এই স্ব-আরোপিত চ্যালেঞ্জের প্রতি নিজেকে উত্সর্গ, অটুট শৃঙ্খলা এবং ভোরবেলা সাইকেল চালাতে বের হয়ে তিনি হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেছেন।
বিছানায় সুখ না পেয়ে চরম সিদ্ধান্ত নিলেন স্বামী, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না
তবে খ্যাতি ছড়ালেও অনিল কদসু প্রচারের আলো থেকে নিজেকে দূরেই রাখতেন। সাইকেল চালানো তার জীবনধারার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এমনকি তিনি ৬৪৩টি রাইড পার করে একজন ইতালীয় সাইক্লিস্টের রেকর্ডকেও ছাড়িয়ে যান। তবে নিজের কীর্তি রেকর্ড বইয়ে নথিভুক্ত করতে তিনি চাননি, কারণ প্রচারর আলো থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করতেন এই ফিটনেস আইকন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।