বিনোদন ডেস্ক : বিরাট কোহলি এক সময় ছিলেন শুধুই প্রতিভাবান এক ক্রিকেটার। অনুষ্কা শর্মা তখন বলিউডের নামজাদা তারকা। অথচ এক অ্যাডভার্টাইজমেন্ট শুটের সময় এই দুই তারকার প্রথম সাক্ষাৎ। সেসময় ক্যাপ্টেন কোহলি না হলেও বিরাট ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের মাঝে পরিচিত মুখ। কিন্তু অনুষ্কার তারকাখ্যাতির সামনে নিজেকে অনেকটাই সঙ্কোচে পেয়েছিলেন বিরাট। শুটিংয়ের সময় যথেষ্ট ভয়ও পেয়েছিলেন তিনি।
তবে সময়ের সাথে সাথে গড়ে ওঠে বন্ধুত্ব। সেই বন্ধুত্বই একসময় রূপ নেয় প্রেমে। আর প্রেম পরিণতি পায় বিবাহে। সাতপাকে বাঁধা পড়েন বিরাট-অনুষ্কা। আজ থেকে দুই বছর আগে তাঁদের কন্যাসন্তান ভামিকা (Bhamika) এই দম্পতির জীবনে নিয়ে আসে নতুন আনন্দ ও শক্ত বন্ধনের অনুভব।
বিরাট কোহলির নাচ ও অনুষ্কার মজা
বিরাট কোহলিকে নিয়ে মাঝেমধ্যে মজাও করেন অনুষ্কা শর্মা। সম্প্রতি এমনই এক ঘটনায় মজার ছলে বিরাট জানালেন, “আমি দুই পেগ না খেলে নাচতে পারি না!” এই মন্তব্যে হাসির রোল পড়ে যায়। তবে এটিই বিরাটের একমাত্র নাচের গল্প নয়।
ক্রিকেট ক্যারিয়ারে তখনও কোহলি ক্যাপ্টেন হননি। অনুষ্কার সাথেও তাঁর পরিচয় হয়নি। সেই সময় পার্টি ও সামাজিক অনুষ্ঠানে কোহলির উপস্থিতি ছিলো নজরকাড়া। বিভিন্ন নায়িকাকে পছন্দ হওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার, কিন্তু পার্টিতে তাঁর নাচ দেখে মুগ্ধ হতেন অনেকেই। মিডিয়ার একাংশের চোখে পড়ত তাঁর প্রাণবন্ত পারফরম্যান্স।
অনুষকা নিজেও স্বীকার করেছেন, বিরাট একাই পুরো ফ্লোর মাতিয়ে দিতে পারেন। এক ইভেন্টে রেড কার্পেটে একসাথে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন বিরাট ও অনুষ্কা। হাত ধরে হাঁটতে দেখা যায় তাঁদের। যখন তাঁদের জিজ্ঞাসা করা হয়—নাচে কে সেরা?—অনুষ্কা সাথে সাথেই বিরাটের দিকেই ইঙ্গিত করেন।
বিরাট মজার ছলে বলেন, “দুই পেগ সুরা পান করার পর আমি আর দেখি না কে ফ্লোরে আছে, কে নেই! একাই দখল নিই ফ্লোর।” তবে বর্তমানে তিনি পুরোপুরি সুরা পান ছেড়ে দিয়েছেন।
অনুষ্কার প্রভাব: পরিবর্তিত জীবনে বিরাট
অনুষ্কার জীবনে আসার পর বিরাট শুধু সুরাই নয়, বদলে ফেলেছেন নিজের খাদ্যাভ্যাসও। আগে যেখানে বাটার নান ও মশলাদার পাঞ্জাবি খাবারে অভ্যস্ত ছিলেন, এখন সেখানে এসেছে নিয়মানুবর্তিতা। অনিয়মিত জীবনযাপনের জায়গায় এখন নিয়মিত ওয়ার্কআউট ও স্বাস্থ্যকর খাবার।
এই পরিবর্তনের পেছনে অনুষ্কার ভূমিকা অপরিসীম। অনুষ্কার মতো সফল একজন নারী তাঁর জীবনে আসার পরই বিরাট হয়ে উঠেছেন আরও অনুপ্রাণিত, আরও দায়িত্বশীল। তিনি নিজেই প্রমাণ করেছেন—একজন নারীর প্রেরণায় একজন পুরুষ নিজের জীবনকে বদলে ফেলতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।