অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোটে ‘না’ ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। ‘না’ ভোট দেওয়া মানে পুরনো স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো। পরিবর্তন চাইলে একমাত্র বিকল্প হলো ‘হ্যাঁ’ ভোট।

ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, যারা দেশের জন্য দীর্ঘ ১৬ বছর কষ্ট সহ্য করেছে, যারা গুম ও এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, তারা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে ‘হ্যাঁ’ ভোটে সমর্থন দিতে হবে।
শারমীন এস মুরশিদ বলেন, “১৪০০ ছেলে-মেয়ে এবং ৩০ হাজার মানুষের স্বাভাবিক জীবন হরণ করে ‘না’ ভোটের মাধ্যমে পুরনো ব্যবস্থায় ফেরত যাওয়া যাবে না। ‘না’ মানে স্বৈরাচারের দরজা খোলা।”
সভায় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ সভাপতিত্বে বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


