রাহুল গান্ধীর নামে সব সম্পত্তি লিখে দিলেন ৭৮ বছরের বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনের ৭৮ বছর বয়সী এক বৃদ্ধা তার সব সম্পত্তি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নামে লিখে দিয়েছেন। যার মধ্যে আছে ৫০ লাখ রুপি এবং ১০ তোলা সোনা। খবর ইন্ডিয়া টুডে’র।

প্রীতম সিংয়ের বাড়িতে রাহুল গান্ধীর নামে নিজের সম্পত্তি উইল করেন পুষ্পা মুঞ্জিল। ছবি : সংগৃহীত

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্পা মুঞ্জিল দেরাদুন আদালতে একটি উইলে রাহুল গান্ধীকে তার সম্পত্তির মালিকানা দিয়েছেন।

ওই নারী মনে করেন রাহুল গান্ধী এবং তার ধারণা দেশের কল্যাণে প্রয়োজন। তিনি বলেন, তিনি রাহুল গান্ধীর চিন্তাভাবনায় প্রভাবিত হয়েছেন এবং এ কারণেই তিনি তার সম্পত্তি তাকে দিয়েছেন।

কংগ্রেসের মেট্রোপলিটন সভাপতি লালচাঁদ শর্মা জানিয়েছেন, প্রাক্তন প্রদেশ সভাপতি প্রীতম সিংয়ের বাড়িতে রাহুল গান্ধীর নামে নিজের সম্পত্তি উইল করেন পুষ্পা মুঞ্জিল।