বিনোদন ডেস্ক : প্রথমে গোল্ডেন গ্লোব এবং তারপর অস্কার জয়ের পর ভারতীয় ফিল্ম ‘RRR’র গান ‘নাটু নাটু’ ঝড় তুলেছে গোটা বিশ্ব জুড়েই। বিশেষ করে এই চলচ্চিত্রের গান এখন ঘুরছে মানুষজনের মুখে মুখে। শুধুমাত্র ভারতই নয়, ভারত ছাড়িয়ে বহির্বিশ্বেও ছড়িয়ে পড়েছে এই গান।
এই গান যেখানেই বাজছে, সেখানেই গানের তালে নাচতে শুরু করছেন আনন্দিত মানুষজন। এমনকি এই তালিকা থেকে বাদ গেলেন না মার্কিন পুলিশরাও। অবাক হচ্ছেন, বাস্তবে এমনই ঘটনা ঘটেছে আমেরিকায়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ‘RRR’র গান ‘নাটু নাটু’র গানে পা মেলাচ্ছেন দুজন আমেরিকান পুলিশ।
@Nenavat_Jagan নামক এক ট্যুইটার ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্ট তেহকে এমনই একটি ভিডিও শেয়ার করেছেন। সেইসঙ্গে এই ভিডিও শেয়ার হওয়ার পরই মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে।
আসুন দেখে নেওয়া যাক, সেই ভাইরাল হওয়া ভিডিও-
#California cops are enjoying the the #NaatuNaatu song.🙌🙌🤙🤙 Naatu naatu is everywhere #RamCharan #NTR #RRRMovie #SSRajamouli #RRRForOscars #RRR #GlobalStarRamCharan #NTRGoesGlobal #Oscars #Oscars2023 #letsdance pic.twitter.com/rjRQMrjoTs
— being jagan (@nenavat_jagan) March 11, 2023
এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মার্কিন ইউনিফর্ম পরা দুজন পুলিশ সদস্য, রাস্তায় উপস্থিত নাগরিকদের সঙ্গে ‘নাটু নাটু’ গানের তালে পা মেলাচ্ছেন। তারপর জানা যায়, রাস্তায় উপস্থিত ওই নাগরিকরা ছিলেন ভারতীয় এবং তাঁরা হোলির উৎসবে মেতে উঠেছিলেন। আর তাঁদের সঙ্গেই ‘নাটু নাটু’ গানের তালে পা মেলাচ্ছিলেন দুজন মার্কিন পুলিশ।
জানিয়ে রাখি, এই বছর ভারতের ঝুলিতে এসেছে দুটো অস্কার। ভারতীয়দের কাছে গর্বের বিষয় যে কার্তিকি গঞ্জালভিজ পরিচালিত তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ সেরা ডকুমেন্টারি শর্ট বিভাগ থেকে ভারতের হয়ে প্রথম অস্কার জয়ী হয়েছে। অন্যদিকে ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ ও অস্কার জয়ী হয়েছে। এখানেই শেষ নয়, ৯৫ তম অ্যাকাডেমি পুরস্কার মঞ্চে উপস্থাপকের ভূমিকায় দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।