কোমর দুলিয়ে দুর্দান্ত ড্যান্স দিলো যুবতী, ঝড় তুললো নেট দুনিয়ায়

Dance

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া এমন একটি স্থান যেখানে মানুষ তার নিজের অবসর সময় কাটাতে ভালোবাসে। তবে অবসর সময় কাটাতে গেলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য কিছু দেখা দরকার। আর সেখানেই জায়গা করে নিয়েছে নানান ভাইরাল ভিডিও অথবা ছবি। সেসব দেখেই আজকাল মানুষ তাদের অবসর সময় কাটাতে আসে সামাজিক মাধ্যমে। করোনার জেরে লক ডাউনের ফলে মানুষের মধ্যে সামাজিক মাধ্যমে আসা যাওয়ার হার আরও বেড়ে গিয়েছে।

Dance

করোনা কালেই মানুষ ঘরে বসে থাকলেও সোশ্যাল মিডিয়াকে বানিয়েছে যোগাযোগ মাধ্যম। সেখানে মানুষ যেমন একে অপরের সঙ্গে কথা বলগে পারে তেমনি তাদের দেখতে পায়। এই সোশ্যাল মিডিয়ার একটি অংশ জুড়ে বিস্তার করে আছে ভাইরাল নাচ ও গানের ভিডিও। সেখানে নানান নাচের ও গানের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। আর তা মানুষের পছন্দ হলে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়ে চারিদিকে।

Naayan ne band raakhine #shorts

সোশ্যাল মিডিয়ায় একজন জনপ্রিয় মানুষ হলেন মুস্কান সেথিয়া। তিনি তার প্রতিভার জন্য সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তাই বারংবার তার প্রতিভাকে বিকশিত করে সকলকে চমকে দেন মুস্কান। আসলে তিনি নিজের নাচের মধ্যে দিয়ে সকলের মন জয় করে নেন বারংবার। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয় না।

রোমান্সে ভরপুর এই ওয়েব সিরিজ, দরজা বন্ধ করে দেখুন

বলিউডের একটি জনপ্রিয় ছবি হল ‘কবির সিং’। সিনেমা মুক্তির পর তার সঙ্গে মুক্তি পায় কিছু গান। আর সেই গান বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তেমনই ‘কবির সিং’-এর একটি গান ‘নয়ন নে বান্ড রাখিনে’। আর এই গানে গলা দিয়েছেন আমাল মল্লিক ও শ্রেয়া ঘোষাল। এই গানেই কোমর দুলিয়েছেন মুস্কান। আর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।