ফের শ্রোতাদের গান শোনাতে ঢাকায় আসছেন নচিকেতা

Nachiketa

বিনোদন ডেস্ক : আবারও ঢাকার শ্রোতাদের গান শোনাতে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। আগামী ২৬ জুলাই রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’।

Nachiketa

আজব কারখানা আয়োজিত এই কনসার্টে নচিকেতার সঙ্গে থাকবেন জয় শাহরিয়ার। গত সোমবার আজব কারখানার ফেসবুক পেজে নচিকেতার কনাসার্টের বিষয়টি জানানো হয়।

সংগীতজীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর ঢাকায় একক কনসার্ট করেন নচিকেতা। নভেম্বরে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক আয়োজনটি ভালোই সাড়া ফেলেছিল। সেদিন রাত ৮টায় কনসার্ট শুরু হলেও বিকেল থেকেই ছিল দর্শকের উপস্থিতি। প্রথম কনসার্টেও নচিকেতার সঙ্গে গেয়েছিলেন জয় শাহরিয়ার। সেই কনসার্টে নচিকেতা গানের মধ্য দিয়ে জানান যুদ্ধ বন্ধের আহ্বান।

মান্ডির সেনা হিসেবে মান্ডিকে রক্ষা করব : কঙ্গনা

নব্বইয়ের দশকের শুরুতে হঠাৎ করে ধূমকেতুর মতো এসে চিরায়িত বাংলা গানের সংজ্ঞাটাই যেন বদলে দিয়েছিলেন নচিকেতা। ১৯৯৩ সালের ১৪ আগস্ট প্রকাশ পায় নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’। তাঁর লেখা গানে উঠে এল সাধারণ মানুষের মনের কথা, সহজ কথায় লুকিয়ে থাকা গভীর তাৎপর্য। কবীর সুমনের পরে যিনি পরিচিতি পেয়েছেন জীবনমুখী গানের শিল্পী হিসেবে।