জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে গণপিটুনি দেওয়া নাদিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার সকালে গণপিটুনির পর গভীর রাতে ভিক্টোরিয়া হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত নাদিম সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় নিমাইকাশারী এলাকার আব্দুল মালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোরে একটি পিকআপভ্যান আরেকটি সিএনজিকে সাইনবোর্ড এলাকা থেকে ধাওয়া করে। তখন সিএনজিটি ফতুল্লার ভুইগড় এলাকায় এসে থামায়। এ সময় পিকআপভ্যান চালক গাড়ি থেকে নেমে এসে সিএনজির ভিতরে নাদিমকে আটক করে ছিনতাইকারী বলে চিৎকার দেয়। তখন আশপাশের লোকজন এসে ছিনতাইকারী হিসেবে নাদিমকে গণধোলাই দিলে সে নিথর হয়ে পড়ে। এরপর পুলিশ গিয়ে নাদিমকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলামকে একাধিকবার ফোন করে মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি।
তবে ঘটনাস্থলে যাওয়া এসআই সাইফুল ইসলাম জানান, কার কাছে নাদিম ছিনতাই করেছে তা আমার জানা নেই। তবে রোববার ভোরে নাদিম গণপিটুনিতে আহত হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। চিকিৎসাধীন অবস্থায় এ দিন গভীর রাতে নাদিম মারা যায়।
নিহতের পরিবারের দাবি, নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে পরিবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।