নদীর ধারে খোলামেলা পোশাকে নোরা ফাতেহি, তুমুল ভাইরাল ভিডিও

নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : নোরা ফাতেহি নামটা অপরিচিত নয় কারোর কাছেই। তিনি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী। ইতিমধ্যেই বলিউডের একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। হিন্দি ছাড়াও আরো একাধিক ভাষার ছবিতে দেখা মিলেছে অভিনেত্রীর। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে একজন ভালো নৃত্যশিল্পীও, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই।

নোরা ফাতেহি

নোরা ফাতেহি কারণে-অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। তিনি বর্তমান প্রজন্মের কাছে স্টাইল স্টেটমেন্টও বটে। তার যেকোন লুকই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি পুনরায় নোরা ফাতেহি মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন নিজের পোশাকের সূত্র ধরেই।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় কম অ্যাক্টিভ নন তিনি। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। অভিনেত্রীর ভক্তের সংখ্যাও চোখে পড়ার মতো। নোরা ফাতেহি বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়ার অন্যতম স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছেন।

পাপারাজিৎদের নজরও বেশিরভাগ সময়ই আটকে থাকে তার উপরেই। বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে দেখা দেন তিনি, যা রীতিমত নজর কাড়ে সকলের, তা বলাই বাহুল্য। এই মুহূর্তে তেমনি আরো এক ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত বোল্ড নোরা ফাতেহি।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্ট বলিউড’ নামের একটি অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে সেই ঝলক দেখেই ঘুম উড়েছে নেটজনতার একাংশের পাশাপাশি অভিনেত্রী ভক্তদের অধিকাংশের।

ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে একটি হালকা সবুজ রঙের ব্যাকলেস, হাই থাই স্লিটেড, নুডলস্ স্ট্রাপড, লং পোশাকেই সমুদ্র সৈকতে দেখা গিয়েছিল। এদিন সূর্যাস্তের সময় দুবাইয়ের বিচেই এই বেশে দেখা দিয়েছিলেন তিনি। খোলা চুলে নিয়েছিলেন হালকা মেকাপও।

ককপিটে গোখরা, উড়োজাহাজের জরুরি অবতরণ

এদিন অভিনেত্রীর এই বোল্ড লুকই রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। তাপমাত্রা বাড়িয়েছে ভক্তদের মনেরও। বলাই বাহুল্য, অভিনেত্রীর এই ঝলকেই আপাতত ঘায়েল অধিকাংশ।