স্পোর্টস ডেস্ক : নদীতে গোসল করতে নামা এক ফুটবলারকে ছিঁড়ে খেল কুমির! গত শনিবার কোস্টা রিকার রিয়ো কানাস নদীতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। দেশটির ২৯ বছর বয়সী ফুটবলার জেসাস অ্যালবার্তো লোপেজ অর্তিজে এই নির্মমতার শিকার হন। স্থানীয় ফুটবলমহলে চুচো নামে তিনি পরিচিত ছিলেন। খবর ডেইলি মেইলের।
সংবাদমাধ্যম থেকে জানা যায়, জেসাস নদীতে নেমে রীতিমতো সাঁতার কাটতেও শুরু করেন। কিন্তু সেখানেই ঘাপটি মেরে লুকিয়ে ছিল একটি বিরাট আকৃতির কুমির, সে আচমকাই ধাওয়া করে। ফুটবলার সাঁতরে নদীর মাঝ বরাবর যেতেই, সেই কুমির তাকে নিজের শিকার বানিয়ে ফেলে। ফুটবলারের ওপর আক্রমণ করে, তাকে ছিঁড়ে খেতে শুরু করে কুমিরটি।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। এসে দেখেন যে, কুমিরের মুখের ভেতরে জেসাসের দেহ। পরে কুমিরটিকে সঙ্গে সঙ্গে গুলি করা হয়। কিন্ত কুমিরটি মারা যাওয়ার আগেই, দুই সন্তানের পিতা পৃথিবীর মায়া ত্য়াগ করে ফেলেছেন।
ইতোমধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। জেসাস অ্যামেচার ফুটবল লিগ খেলতেন দিপোরতিভো রিও কানাসের হয়ে।
ক্লাবের ম্যানেজার লুইস কার্লোস মন্টেস এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা আমাদের খেলোয়াড় জেসাস অ্যালবার্তো লোপেজ অর্তিজের মৃত্যু সংবাদ দিচ্ছি। এখন ও ঈশ্বরের কাছে। শান্তিতে থাকো চুচো। তোমার পরিবারের যন্ত্রণা আমাদেরও।’ লুইস কার্লোস সাধারণের কাছে আবেদন করেছেন, তাদের ফুটবলারের সৎকারের খরচ যেন সকলে ভাগ করে নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।