নদীতে জেলের জালে ধরা পড়ল বিশাল বড় বোয়াল মাছ, ভাইরাল ভিডিও

বোয়াল মাছ

জুমবাংলা ডেস্ক : সোস্যাল মিডিয়ায় এখন আশ্চর্যজনক ঘটনা দিলেই ভাইরাল হয়ে যায়।এখনকার যুগে প্রতিনিয়ত ভালো, খারাপ দুটোই সোস্যাল মিডিয়া তে সহজেই ভাইরাল হয়ে যায়।

বোয়াল মাছ

সেটা নাচ,গান,মাছ ধরা,বিভিন্ন রান্না করার, সাপ ধরা,অশ্লীল ভিডিও ইত্যাদি আরো নানা ভিডিও মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।সোস্যাল মিডিয়ার বদলৌতে আমরা অনেক ভালো এবং আশ্চর্যজনক ভিডিও দেখতে পাই। যেগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আমাদের মাটির নিচে পানির পরিমাণ ঠিক মতো রাখতে হবে। বন্যা হলে তা রিচার্জ হয়। ফসল উৎপাদনে মাটির উর্বরতা কমে যায়। বন্যা হলে মাটিতে

পলি পড়ে। মাটি রিচার্জ হতে বন্যার প্রয়োজন। তাই সীমিত বন্যার প্রয়োজন রয়েছে।”আবার বন্যার পানি রাস্তা ঘাটের ময়লা আবর্জনা পরিষ্কার করে দেয়।

বন্যার পানিতে মাছ এসে আটকা পড়ে যায় । পানি না কমার পরে সেই মাছ ধরে বালতি ভর্তি করে নিয়ে যায় লোকজন।

UNIQUE PRIMITIVE FISHING TOOLS - HUGE FISH CATCHING INTO AN BIG RIVER

এত মাছ আটকা পড়ে যে ধরে শেষ হয় না সম্প্রতি সোস্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি সোস্যাল মিডিয়ায় আসার সাথে সাথে ব্যাপক সাড়া পেয়েছে। ভাইরাল ভিডিওটি টি আপনারা নিচে গেলেই দেখতে পাবেন।