জুমবাংলা ডেস্ক : অনেকেই কেজিপ্রতি ৮০০ টাকায় মাছটি কিনে নিতে যোগাযোগ করছেন ওই জেলের সঙ্গে। সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকায় কপোতাক্ষ নদীতে পাওয়া গেছে ৮ কেজি ওজনের একটি কুরাল মাছ।
রোববার (১৯ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে মাছটি পেয়েছেন জেলে নুর ইসলাম মোড়ল।
কুড়িকাউনিয়া গ্রামের মৎস্যজীবী নুর ইসলাম মোড়ল জানান, আজ সকালে নদীতে বরশি দিয়ে মাছ ধরার সময় হঠাৎ ভেটকি (কুরাল) মাছটি ধরা পড়েছে।
“মাছটি বাড়িতে পুকুরে রেখেছি। আগামীকাল সকালে প্রতাপনগর বাজারে নিয়ে বিক্রি করবো।”
আশাশুনি উপজেলার সমাজসেবক তৌষিকে কাইফু জানান, মাছটি কেনার জন্য বিভিন্ন মানুষ যোগাযোগ শুরু করেছেন। তারা প্রতি কেজি ৮০০ টাকা দিতে চাইছেন।
তবে মাছটি যিনি নদী থেকে পেয়েছেন তিনি সকালে হাটে তুলে বিক্রি করতে চান। মাছটি এখন তার বাড়িতে পুকুরে রেখেছেন। বড় এ মাছটি এখনো জীবিত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।