১১ আগস্টের পর সিদ্ধান্ত নেবেন নাগা চৈতন্য

নাগা চৈতন্য

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। খুব শিগগিরই বলিউড সিনেমায় তার অভিষেক হচ্ছে। তবে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে তার ভবিষ্যৎ নিয়ে আগামী ১১ আগস্টের পর সিদ্ধান্ত নেবেন এই অভিনেতা।

আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করেছেন নাগা। আগামী ১১ আগস্ট এই সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটিতে বলিউড সিনেমার দর্শকরা তাকে কতটুকু গ্রহণ করবেন তার দেখে পরের সিদ্ধান্ত নেবেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ‘মজিলি’ সিনেমাখ্যত এই অভিনেতা।

নাগা চৈতন্য বলেন, আশা করছি ১১ আগস্টের পর আমি সবার কাছে গ্রহণযোগ্যতা পাব। দর্শকরা আমাকে গ্রহণ করবেন। এখানে সব অভিনয়শিল্পীর সঙ্গেই কাজ করতে চাই।

নাগা আরও বলেন, সত্যি বলতে আমি ১১ আগস্টের অপেক্ষায় রয়েছি। যদি এখানে গ্রহণযোগ্যতা পাই, পাশাপাশি দর্শকরা কতটুকু আমাকে উৎসাহ দেন, আপন করে নেন- এর ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেব।

হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল শিং চাড্ডা’ আমির-নাগা-চৈতন্য ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন- কারিনা কাপুর, মোনা সিং প্রমুখ। সিনেমাটির পরিচালক ‘সিক্রেট সুপারস্টর’ খ্যাত পরিচালক অদ্বৈত চন্দন।

টলিউডের সবচেয়ে ধনী সুপারস্টার কে? জানলে চমকে যাবেন