নাগিন ডান্সে নজর কেড়েছে অভিনেত্রী শিল্পীর রাজ

নাগিন ডান্সে

বিনোদন ডেস্ক : সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে শিল্পী রাজ ও অরবিন্দ আকেলা কাল্লুকে দেখা গিয়েছে।

নাগিন ডান্সে

এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির উঠতি তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

শিল্পী রাজ ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘নাচ রে পাটারকি ২.০’ এই গানের তালেই পর্দায় অরবিন্দর সাথে ঝকমকে আলোয় সেটের মধ্যেই রোমান্স করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

তাদের এই রোমান্টিক নাচের ভিডিওটিও যে ভোজপুরি দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। উল্লেখ্য, এই দুই তারকাই ভিডিওতে বেশ চকচকে পোশাকে ছিলেন, যা রীতিমতো নজর কেড়েছে সকলের।

‘সারেগামাপা হাম ভোজপুরি’ নামক ইউটিউব চ্যানেল থেকে ৫ মাস আগে এই মিউজিক ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই যা ১৪ কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য গানটি শিল্পী রাজ ও অরবিন্দ আকেলা কাল্লু গেয়েছেন নিজেই।

YouTube video player

গানের কথা দিয়েছেন আশুতোশ তিওয়ারি। সুর দিয়েছেন প্রিয়াংশু সিং। আপাতত এই মিউজিক ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে ভোজপুরি দর্শকদের মাঝে, যার সূত্র ধরে আপাতত চর্চায় এই দুই তারকা। রইল সেই ভিডিও আরো একবার, দেখে নিন।