নাইজারে পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় ৩৯ বেসামরিক নাগরিক নিহত

naizar

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলের সংঘাতপূর্ণ সীমান্ত অঞ্চলে সম্প্রতি পৃথক দু’টি হামলায় সন্দেহভাজন জঙ্গিরা নারী ও শিশুসহ ৩৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

naizar

রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা ওই অঞ্চলের কোকোরো ও লিবিরি সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে।

কিন্তু কবে এই হামলা চালানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি তারা, লিখেছে রয়টার্স।

নতুন এসইউভি ওয়াই ইউ ৭ গাড়ি আনছে শাওমি

পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের নাইজার ও এর প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসো ২০১২ সাল থেকে ক্রমবর্ধমান বিদ্রোহী হুমকি মোকাবেলায় লড়াই করে চলছে। ওই সময় আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত যোদ্ধারা প্রথম মালির কিছু অংশ দখল করে নিয়েছিল। তারপর থেকে সহিংসতা পুরো সাহেল অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে।