খোলা মাঠে উদ্দাম রোমান্সে মাতলেন আম্রপালি ও নিরাহুয়া, ভাইরাল ভিডিও

আম্রপালি ও নিরাহুয়া

বিনোদন ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এলো আরো একটি ভোজপুরী গান। বর্তমান সময়ে বলিউডের পাশাপাশি ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয়তাও ক্রমাগত বেড়ে চলেছে। আর সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে এই ভোজপুরী সিনেমার গানগুলি। ইতিমধ্যেই আমাদের সামনে এমন বহু গান উঠে এসেছে যেগুলি সচরাচর আমরা বিভিন্ন অনুষ্ঠানে শুনতে পাই।

আম্রপালি ও নিরাহুয়া

সম্প্রতি সেরকমই একটি গান উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় যেটির নাম ‘নয়না কে বাণ জবসে চললো হবে’। যেখানে অভিনয় করেছেন ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী আম্রপালি দুবে(Amrapali Dubey) এবং অভিনেতা নিরাহুয়া। গানটিতে তাদের রসায়ন নজর কেড়েছে দর্শকদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে আম্রপালি পরে রয়েছেন একটি লাল রঙের শাড়ি।

Nain Ke Ban Jabse Chalawle | Full Song | DINESH LAL YADAV , AAMRAPALI DUBEY | BHOJPURI SONG

গানটি নেওয়া হয়েছে একটি জনপ্রিয় ভোজপুরী সিনেমা ‘আশিক আওয়ারা’ থেকে। যেটি গেয়েছেন অলোক কুমার এবং কল্পনা। আর গানের কথা লিখেছেন প্যায়ারে লাল যাদব। একটি ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ্যে এসেছে। যেটি প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। সকলেই এই গানটির প্রশংসা করেছেন।

ক্ষোভে দেশ ছাড়লেন প্রযোজক, বন্ধ বুবলী-সাইমনদের শুটিং

উল্লেখযোগ্য, বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে পুজোর বিসর্জন সবেতেই ভোজপুরী গানের রমরমা ক্রমাগত বেড়েই চলেছে। ভাষা বুঝতে না পারলেও এই গানগুলি বেশ পছন্দ করছেন দর্শকেরা। তাইতো একের পর এক ভোজপুরী গান নিয়ে আসা হচ্ছে দর্শকদের জন্য। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে সেগুলি দ্রুত ছড়িয়ে পড়ছে সকলের মাঝে।