বিনোদন ডেস্ক : সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে।
এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘নয়না কারাতা নিহরা’ গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী।
সকলের সামনে অভিনেতার মান ভাঙাতে দেখা গিয়েছে তাকে। প্রথমে না মানলেও পরে রাগ ভাঙে অভিনেতার। এরপর নিজেই কাছে টেনে নেন অভিনেত্রীকে। আর তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য।
ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই ছিলেন তারা। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই তা স্পষ্ট হবে। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।
‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস ভোজপুরি’ নামক ইউটিউব চ্যানেল থেকে প্রায় ৬ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল এই রোমান্টিক গানের ভিডিওটি। অন্যতম জনপ্রিয় ভোজপুরি ছবি ‘নীরাহুয়া ছালা শাশুরাল’এর গান এটি।
ছবিতে গানটি শোনা গিয়েছে অন্যতম জনপ্রিয় ভোজপুরি সঙ্গীত শিল্পী কল্পনার কন্ঠে। গানটির কথা দিয়েছিলেন শ্যাম দেহাতি। আর সুর দিয়েছিলেন ওম ঝাঁ। এই মুহূর্তে তাদের এই ভিডিওটি ৮০ লাখ মানুষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ৬ বছর আগে শেয়ার হলেও বর্তমানে এই ভিডিওটির সূত্র ধরেই পুনরায় চর্চায় এই অনস্ক্রিন হিট তারকা জুটি।
ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না
ভোজপুরি দর্শকদের কাছে এটি তাদের অন্যতম প্রিয় জুটি। পুনরায় তাদের পর্দায় একসাথে দেখতে পেলে খুশিই হবেন দর্শকরা। তাই সম্ভবত এই ভিডিওটি ভাইরাল হয়েছে আবারো। উল্লেখ্য, এই জনপ্রিয় ভোজপুরি গানের ভিডিওটির ভিউজ দিন দিন বেড়েই চলেছে। সেকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।