নায়িকাদেরও হার মানাবে জন আব্রাহামের স্ত্রীর সৌন্দর্য

জন আব্রাহামের স্ত্রী

বিনোদন ডেস্ক : বলিউডের এই হার্টথ্রব হলেন বডি ফিটনেসের প্রতীক! এছাড়াও সুনিপুণ অভিনয়দক্ষতার মাধ্যমে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বায়ত্তশাসন ধরে রেখেছেন তিনি। হ্যাঁ, কথা হচ্ছে দেশবরেণ্য অভিনেতা জন আব্রাহামকে নিয়ে।

জন আব্রাহামের স্ত্রী

সাধারণত বলিউড শিল্পীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের নিয়ে ভক্তগণের উৎসাহের শেষ থাকে না। তবে জন আব্রাহামের স্ত্রী প্রিয়া রুঞ্চাল থাকেন বলিউডি লাইমলাইট থেকে শত যোজন দূরে।

দীর্ঘদিন একে অপরের সাথে ডেট করার পর ৬ ই জুন ২০১৪ সালে পরিণয় বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জন এবং প্রিয়া। কিন্তু সামাজিক মাধ্যম ঘাটলে প্রিয়ার তথ্যাদি কিম্বা ছবি সামনে আসে না। কেননা বরাবরই গ্ল্যামার জগত থেকে নিজেকে সরিয়ে রাখতেই পছন্দ করেন তারকাপত্নী। তাই আজ আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে জানবো জন আব্রাহামের স্ত্রী প্রিয়া সম্পর্কিত নানান অজানা তথ্য।

সম্প্রতি সামাজিক মাধ্যমে জন আব্রাহামের স্ত্রী প্রিয়া রুঞ্চালের একটি ছবি ভাইরাল হয়েছে। যার মাধ্যমে সংবাদ মাধ্যমের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। লন্ডন বিজনেস স্কুল গ্রাজুয়েট প্রিয়া হলেন পেশায় একজন এনআইআই আর্থিক বিশ্লেষক ও বিনিয়োগ ব্যাংকার। জনের সাথে যখন প্রিয়া রুঞ্চালের প্রথম সাক্ষাৎকার হয় সেই সময় তিনি বিপাশা বসুর সাথে একটি সম্পর্কে জড়িত ছিলেন অভিনেতা।

‘কাশ্মীরি আলুর দম’ জিভে জল আসবেই

পরবর্তীতে বিপাশার সাথে বিচ্ছেদের পর দুই জনের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এবং কালক্রমে ঘনিষ্ঠতা বৃদ্ধি হতে হতে একে অপরের সাথে প্রণয়ালব্ধ হন তারা। অবশেষে আমেরিকাতে ২০১৪ সালে অনুষ্ঠানের মধ্যে দিয়ে চার হাত এক হয়েছিলেন জন-প্রিয়ার। বলাবাহুল্য, বলিউড অভিনেতার এই স্ত্রীকে কখনোই কোনো বলিউড ইভেন্টে জনের সাথে দেখা যায়নি। এমনকি অভিনেতা তার এই বিবাহকে বেশ কিছু বছর সিক্রেটও রেখেছিলেন!