দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একসময়ে টিভি নাটকের নিয়মিত মুখ হলেও এখন ওয়েব ফিল্ম ও সিনেমায় বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নিজের অভিনয় দক্ষতা ছাড়াও ফ্যাশন সেন্সের জন্য ভক্ত-অনুরাগীদের কাছে অনুকরণীয় এই তারকা অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকা এই তারকা মঙ্গলবার (৬ জানুয়ারি) এক নজর কাড়া লুকে নেটিজেনদের সামনে হাজির হন। গোল্ডেন বেনারসি সিল্ক শাড়িতে তার আভিজাত্যমাখা লুক অভিনেত্রীর ভক্তদের রীতিমতো চমকে দিয়েছে।
এই শাড়িতে ফটোশুটের বেশকিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে মেহজাবীন লেখেন, ‘একটি বিয়ে খেতে যাই।’
এদিকে, আধুনিক সাজের সঙ্গে বেনারসি সিল্ক শাড়িতে সুন্দরভাবে আভিজাত্য ফুটিয়ে তোলায় পোস্টের মন্তব্যের ঘরে অনুরাগীদের থেকেও প্রশংসায় ভাসছেন এই লাক্স তারকা
২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন মেহজাবীন। পরে মডেলিং থেকে পা রাখেন অভিনয়ে। তিনি ইতোমধ্যে সিনেমাতেও কাজ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


