বাজারে এলো সাশ্রয়ী দামের ইলেকট্রিক বাইক

ebike

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজারে এলো সাশ্রয়ী দামের ইলেকট্রিক বাইক। যা এনেছে ওবেন রোর নামের একটি ভারতীয় প্রতিষ্ঠান। নতুন ই-বাইকের মডেল ওবেন রোর ইজেড।

ebike

এটি একটি কমিউটার ই-বাইক। এতে একটি গোলাকৃতি হেডলাইট, স্লিম টেলিস্কোপিক ফর্ক এবং ফক্স ট্যাঙ্ক এক্সটিরিয়রের চতুর্দিকে শ্রাউডের দেখা মিলবে।

ওবেন মডেলটির প্রসঙ্গে জানিয়েছে, এই ইলেকট্রিক বাইকে একটি উচ্চ পারফরম্যান্সের এলপিএফ ব্যাটারি দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল কোম্পানি তাদের এই বাইকের বেশিরভাগ সরঞ্জাম নিজেরাই প্রস্তুত করছে। যার মধ্যে রয়েছে, ব্যাটারি, মোটর, ভেহিকেল কন্ট্রোল ইউনিট এবং ফাস্ট চার্জার। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রা পথে কোনরকম সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়, সেজন্য ‘ওবেন কেয়ার’ পরিষেবা প্রদান করা হবে গ্রাহকদের।

সিন্ডিকেটের উপার্জনকে হারাম বললেন বায়তুল মোকাররমের খতিব

ওবেন রোর ইজেড আসলে ওবেন রোরের সস্তা মডেল। তাই এতে রোরের একাধিক যন্ত্রাংশ ব্যবহার করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে দাম কম হওয়ার জন্য এতে স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় কম ফিচারের দেখা মিলতে পারে। ছোট ব্যাটারিসহ আসতে পারে এই বৈদ্যতিক মোটরসাইকেলটি। আবার ফাস্ট চার্জিং প্রযুক্তি দেওয়া হতে পারে।