লাইফস্টাইল ডেস্ক : গড়নের ভিত্তিতে নাককে বেশ কয়েকটি নামে ডাকে হয়। এক এক ধরনের নাক মানুষের ব্যক্তিত্বের এক একটি দিক তুলে ধরে। এমনই মত অনেকের। আপনার নাকের ধরন দেখে জেনে নিন, আপনি কেমন মানুষ।
নাক দেখেই নাকি ব্যকিত্ব সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া সম্ভব। তেমনই মত অনেকের। আপনার নাকের গড়ন কেমন? তা দেখে কী কী বোঝা যায়? অন্যের নাকের গড়ন দেখেই বা কী কী বুঝতে পারবেন আপনি? রইল তালিকা।
নুবিয়ান : এই ধরনের নাক যাঁধের থাকে, তাঁরা কৌতূহলী এবং অভিব্যক্তিপূর্ণ হন। তাঁরা সতর্ক হন, আশাবাদী হন এবং নতুন জিনিস শিখতে আগ্রহী হন। নম্রতা বাকিদের থেকে তাঁদের আলাদা করে দেয়।
গ্রিক : এমন নাক যাঁদের থাকে, তাঁরা অতি বিচক্ষণ হন এবং ব্যবহারিক বুদ্ধি বেশি হয়। আনুগত্যও প্রচুর থাকে তাঁদের। কথা গোপন রাখতে জানেন এঁরা। বন্ধু হিসাবে এঁরা খুবই বিশ্বাসযোগ্য হন।
হুক : এই ধরনের নাক যাঁদের থাকে, তাঁরা ঝুঁখি নিতে পছন্দ করেন। খুব গভীরভাবে ভাবতে পছন্দ করেন এই সব মানুষ। অন্যের প্রতি সহানুভূতিশীল হন এঁরা। অন্যের বিপদে পাশে থাকেন।
আর্চড : সব কিছু দায়িত্ব নিয়ে দারুণভাবে সামলানোর ক্ষমতা থাকে সেই সব মানুষের, যাঁদের নাকের ধরন এরকম। এই কারণেই পেশাগত জীবনে এঁরা দারুণ সফল হতে পারেন। বহু নামজাদা ব্যক্তিত্বেরই নাকের গড়ন এমন।
বাটন : ছোট্ট আকারের নাককেক এই বাটন নাক বলা হয়। যাঁদের এই ধরনের নাক থাকে, তাঁরা সাধরণত খুব চটপটে হন। এই ধরনের মানুষের এনার্জি লেভেল খুব বেশি থাকে। তাঁরা সহজে কোনও কাজ মাঝপথে ছেড়ে দেন না। দৃঢ়তার মাত্রাও খুব বেশি হয়।
স্ট্রেট : যাঁদের এমন নাক থাকে, তাঁরা সাধারণত শান্ত প্রকৃতির হন। অন্যের আবেগ বা মনের কথা খুব সহজে বুঝতেও পারেন তাঁরা। অন্যদের মনের কথা বুঝতে পারেন তাঁদের ভালোমন্দের বিষয়েও খুব সচেতন হন। নিজের কাছের মানুষ বিপদে পড়লে এঁরা ঝাঁপিয়ে পড়তে পিছপা হন না।
কনকেভ : এই ধরনের নাক যাঁধের থাকে, তাঁরা সাধারণত খুব বেশি মাত্রায় আবেগপ্রবণ হন। তবে তাঁরা আবেগ দেখাতে ভালোবাসেন না। খুব সহজে দুঃখও পেয়ে যান তাঁরা। কিন্তু সেই দুঃখ হাসি দিয়ে চেপে রাখতে চান এঁরা।
ক্রুকেড : জনপ্রিয় হওয়ার সব ধরনের গুণ থাকে, যাঁদের নাকের ধরন এমন হয়, তাঁদের মধ্যে। এঁরা অন্যের কথা খুব মন দিয়ে শোনেন, সব কিছু খুব মন দিয়ে দেখেন। অন্যের আচরণের ভিত্তিতে। তাঁকে বোঝার চেষ্টা করেন না মোটেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।