বিনোদন ডেস্ক : সিনে-মহলে নিজেদের আরও আকর্ষণীয় দেখাতে প্রায় সব অভিনেত্রী অস্ত্রোপচার করে থাকেন। তবে এ ব্যাপারে প্রকাশ্যে কথা বলতে নারাজ অনেকেই। এই ব্যাপারে একবারে ভিন্ন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বরাবরের মতোই সাহসী।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘সিটাডেল’ ওয়েব সিরিজ। সেই সিরিজের প্রচারে একটি শোয়ে তার ক্যারিয়ারের অন্ধকার সময়ের কথা তুলে ধরেন অভিনেত্রী নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০০০ সালের শুরুর দিকে তার নাকে এমন সমস্যা ধরা পড়ে যে চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, অস্ত্রোপচার না করে এর সমাধান মিলবে না। চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী, অস্ত্রোপচারও করিয়ে ফেলেন নায়িকা। কিন্তু সমস্যা হয় তার পরেই।
প্রিয়াঙ্কা জানান, ক্যারিয়ার শুরুর মুখে তার নাকের হাড়ে সমস্যা লক্ষ্য করেন চিকিৎসকরা। নাকে অস্ত্রোপচারও হয় তার। কিন্তু অস্ত্রোপচারে ত্রুটির কারণে বিপদে পড়ে প্রিয়াঙ্কার ক্যারিয়ার।
অভিনেত্রী ভেবেছিলেন, অস্ত্রোপচারের পর তিনি আবার অডিশন দেওয়া শুরু করবেন। ক্যারিয়ার নিয়েই ব্যস্ত হয়ে পড়বেন। কিন্তু হলো ঠিক তার বিপরীত। অস্ত্রোপচারের পর মুখের আদল বদলে গিয়েছিল তার। তিনি যেখানেই কাজের জন্য যাচ্ছিলেন, তাকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল।
এমনকি যে সিনেমা নির্মাতারা প্রিয়াঙ্কাকে কাজ দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, তারাও নাকি মুখের অবস্থা দেখে ফিরিয়ে দেন নায়িকাকে। প্রিয়াঙ্কা বলেন, ‘তিনটি সিনেমাতে কাজ করার কথা ছিল আমার। কিন্তু মুখ দেখার পরেই সবাই আমাকে ফিরিয়ে দিচ্ছিলেন।’
বলিউড পাড়ার সিনেমা নির্মাতারা ফিরিয়ে দিচ্ছিলেন বলে মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন এই অভিনেত্রী। জীবনের এই মুহূর্তটিকে একটি ‘অন্ধকার অধ্যায়’ বলে উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা। ওই সময় নিজেকে আয়নায় দেখেও নাকি ভয় পেতেন প্রিয়াঙ্কা। তবে এই কঠিন সময়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন তার বাবা। প্রিয়াঙ্কা বলেন, ‘আমার বাবা আমাকে সবসময় বলতো আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। আমি যখনই ভয় পেতাম, তখনই আমায় সাহস জোগাত বাবা।’
বাবা সাহস জুগিয়েছিলেন বলে এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন তিনি। তারপর দীর্ঘকালীন চিকিৎসার মধ্যে দিয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। শেষমেশ নাকের সমস্যা সারিয়ে মুখও বদলে ফেলেছিলেন তিনি।
পোশাক ছাড়া খোলামেলা দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন এই অভিনেত্রীরা
প্রিয়াঙ্কা জানান, প্রথমবার অস্ত্রোপচারের পর বেশির ভাগ মানুষ তাকে ‘প্লাস্টিক চোপড়া’ নামে ডাকতেন। এই ঘটনায় আরও কষ্ট পেতেন তিনি। কিন্তু পরে যখন তার সিনেমা মুক্তি পায়, তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক হিন্দি সিনেমাতে কাজ করে বলিপাড়ায় জনপ্রিয় হয়ে ওঠেন প্রিয়াঙ্কা। এখন হিন্দি ইন্ডাস্ট্রির পাশাপাশি হলিউড পাড়াতেও পরিচিত মুখ তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।