বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছে ‘নকশীকাঁথা’ ব্যান্ড দল। ‘মুনাজাতে চাইছি মাফি’ শিরোনামে গানটি ৩০ এপ্রিল নিজেদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে প্রকাশ করেছে ব্যান্ড দলটি।
গানটির গীতিকার ও সুরকার নকশীকাঁথা ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী বলেন, এ গানের সব কাজ করেছেন ব্যান্ডের সদস্যরাই। এটি খুব সহজ কথা ও সুরের গান। রোজার ঈদ নিয়ে আমরা সারাজীবন একটা গানই শুনে এসেছি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘ও মন রমজানের ওই রোজার শেষে’ অমরত্ব পেয়েছে বহু আগে। এর সুর সহজে হৃদয়ঙ্গম করা যায়। কিন্তু কথাগুলো বেশ কঠিন হওয়ায় ঠিকভাবে বুঝতে পারতাম না। তাই আমার মতো করে লিখেছি ‘মুনাজাতে চাইছি মাফি’ নামে এ গান।
তিনি বলেন, নকশীকাঁথার এ গান আশা করি সবার ভালো লাগবে। আমরা চাই এ গান সবার কাছে পৌঁছে যাক। নতুন এ গানের সংগীত আয়োজন ও ভিডিও ধারণ করেছেন রোমেল হাসান।
প্রসঙ্গত, লোকগানভিত্তিক গানের দল নকশীকাঁথার জন্ম ২০০৭ সালে। সেই থেকে একনিষ্ঠভাবে লোকগান নিয়ে গবেষণায় ডুবে আছেন এর সদস্যরা। দেশের প্রত্যন্ত অঞ্চলের নাম না জানা সাধকদের গান সংগ্রহ ও তাদের সান্নিধ্যে এসে নিজেদের সমৃদ্ধ করে চলেছেন তারা। ১৫ বছর আগে প্রতিষ্ঠার পর ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘নজর রাখিস’ ২০০৮ সালে এবং দ্বিতীয় অ্যালবাম ‘নকশীকাঁথার গান’ ২০১৬ সালে প্রকাশ হয়। এছাড়া এ পর্যন্ত ৪২টি একক গান প্রকাশিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।