জুমবাংলা ডেস্ক : নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারানো প্রতিবন্ধী রশিদের পাশে দাঁড়িয়েছেন তরুণ সঙ্গীতশিল্পী তাসরিফ খান। তিনি তাসরিফ স্কোয়াডের পক্ষ থেকে তাকে একটি অটোরিকশা প্রদান করবেন বলে জানা গেছে।
এছাড়াও গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল ভুক্তভোগী রশিদকে ২৫ হাজার টাকা দিয়েছেন।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে আব্দুর রশিদের সাথে দেখা করে একটি ছবি শেয়ার করেন তাসরিফ। সেখানে লেখেন, ‘গত পরশু নামাজ পড়া অবস্থায় রশিদ ভাই এর অটো চুরি হয়েছিল। গতকাল মধ্যরাতে নিউজটা দেখে প্রচণ্ড খারাপ লাগছিল। ঘুম থেকে উঠে চলে এসেছি উনার কাছে। চেষ্টা করে দেখি উনার জন্য কি করতে পারি। যাই করি আপনাদের জানাবো।’
জানা গেছে, গণমাধ্যমে রশিদের অটোরিকশা হারানোর খবর দেখে শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাওনা চৌরাস্তায় যান তাসরিফ খান।
এ বিষয়ে অটোরিকশা চালক আব্দুর রশিদ জানান, অটোরিকশা চুরি যাওয়ার পর খুব ভেঙে পড়েছিলাম। আল্লাহ্ তাসরিফ ভাইকে আমার কাছে পাঠিয়েছেন। তিনি আমাকে একটি অটোরিকশা কিনে দিচ্ছেন। আর ছাত্রলীগের নাছির ভাইয়ের ২৫ হাজার ও মসজিদের মুসল্লিরাও টাকা দিচ্ছেন। সেগুলো দিয়ে আমি এনজিও থেকে নেয়া ঋণ পরিশোধ করবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।