নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রেনলাইনে গেল প্রাণ

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলিতে সকালে রেলপথ ধরে হাঁটতে গিয়ে শাহ আলম (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ট্রেনলাইনে গেল প্রাণ

রবিবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে বরইতলি, পহঁর চাঁদা, ৯ নম্বর ওয়ার্ড গোবিন্দপুর পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ইঞ্জিনের বগিতে কাটা পড়ে নিহতের দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার মৃত্যু হয়।

পুরান ঢাকার আকাশ ছেয়ে গেছে রংবেরঙের ঘুড়িতে

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি জানান, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি কানে কম শুনতেন। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।