জুমবাংলা ডেস্ক : উত্তরা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন হয়েছে। এখন এটি ‘উত্তরা ব্যাংক পিএলসি’ নামে লেনদেন করছে। গত সোমবার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।
ইতোমধ্যে সেটি দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। ৩ জুলাই তা কার্যকর হয়েছে।
এতে বলা হয়, কোম্পানি আইন অনুযায়ী; ‘উত্তরা ব্যাংক লিমিটেডের’ নাম পরিবর্তন করা হয়েছে। এখন এটি ‘উত্তরা ব্যাংক পিএলসি’ (ইংরেজিতে ‘UTTARA BANK PLC.’) নামে লেনদেন করবে।
সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিত দায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ক (ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে।
নতুন ধারায় সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।
ব্যাংকের নামের শেষেও পিএলসি যুক্ত করতে নাম ও সংঘ স্মারক পরিবর্তন করতে হবে। সেজন্য ব্যাংকটির নাম পরিবর্তন করে ‘উত্তরা ব্যাংক পিএলসি’ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।