আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের অনুষ্ঠানের মুহূর্তে জুড়ে যায় দুই পরিবারও। পাত্র-পাত্রীর জীবনের এই শুভক্ষণকে আরও বিশেষ করে তুলতে আলাদা ভাবে তৈরি করা হয় বিয়ের নিমন্ত্রণপত্র। বিলাসিতা এবং আভিজাত্যে মোড়া এই কার্ডগুলির দামও হয় আকাশছোঁয়া।
সংবাদ সংস্থা সূত্রে খবর, উত্তরপ্রদেশের ফিরোজাবাদে লাকি জিন্দাল নামে এক ব্যবসায়ীর দোকান রয়েছে। তাঁর দোকানে বিয়ের কার্ড ছাপানো হয়। তিনি জানান, বিয়ের কার্ডটি পাত্র-পাত্রীর জীবনে বিশেষ স্মৃতি হিসেবে থেকে যায়। কাগজের উপর সামান্য নকশা করে কার্ড ছাপানো হলে কিছু দিন পর নিমন্ত্রিত অতিথিরা তা ফেলে দেন। তাই অন্য ভাবে কার্ড তৈরির পরিকল্পনা করেন লাকি।
লাকি জানান, তাঁর দোকানে ১০ হাজার টাকা থেকে কার্ড পাওয়া যায়। সোনা এবং রুপো দিয়ে কার্ড বানান তিনি। কখনও কার্ড তৈরির সময় হাতি, ঘোড়া এবং রথের নকশা তৈরি করেন। কখনও বা সোনা বা রুপোর হরফে লেখা হয় পাত্র-পাত্রীর নাম থেকে শুরু করে সমস্ত বিবরণ।
লাকির মতে, দেশের সবচেয়ে দামি বিয়ের নিমন্ত্রণপত্র তাঁর দোকানে পাওয়া যায়। এমনকি, অনেকেই তাঁর কাছে বহু আগে থেকে কার্ডের অর্ডার দিয়ে যান। তাঁর দোকানে সবচেয়ে দামি যে কার্ডটি পাওয়া যায় তার মূল্য ১১ লক্ষ টাকা। সোনা এবং রুপো দিয়ে তৈরি এই নিমন্ত্রণপত্রটি নকশার মধ্যেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।