নামিয়ে দেওয়া হলো বুবলীর ‘রিভেঞ্জ’

Shobnom Bubly

বিনোদন ডেস্ক : মুক্তির পঞ্চম দিনেই সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হলো চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমাটি। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক রোশান। ঈদের দিন থেকে সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সে প্রদর্শন হচ্ছিল বুবলীর এই সিনেমাটি।

Shobnom Bubly

গত ঈদে নায়িকার ‘দেওয়ালের দেশ’ সিনেমার মতো ‘রিভেঞ্জ’ নামিয়ে দিল সিনেপ্লেক্স। সিনেমাটির পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল অবশ্য আগে থেকেই সিনেপ্লেক্সের বিরুদ্ধে নানা সময় অনিয়মের অভিযোগ এনেছিলেন।

এমনকি এবারের ঈদেও সিনেমাটি সিনেপ্লেক্সে প্রদর্শন হওয়ার সময়ও পোস্টারে কামিং সুন লিখা ছিল। তার মানে সিনেমাটি প্রদর্শন হবে পরে। বিষয়টি নিয়ে ইকবালের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের পরপরই নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি।

নির্মাতা ইকবাল এটিকে চক্রান্ত হিসেবে দেখছেন। তার ভাষ্য, তার সিনেমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে সেটি সবাই দেখেছে। এর আগেও সিনেপ্লেক্সে তার ‘ডেডবডি’র ক্ষেত্রেও নানা চক্রান্ত করেছিল বলে জানান।

একফোঁটা পেঁয়াজের রস বদলে দিবে আপনার রূপ, জানুন ব্যবহারের নিয়ম

সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত তারকাবহুল ‘রিভেঞ্জ’-এ রোশান ও বুবলী ছাড়া অভিনয় করছেন দীপা খন্দকার, মিশা সওদাগর ও সীমান্তসহ অনেকে।