নানার সর্বনাশের শিকার হয়ে নাতনির সন্তান প্রসব

নাতনির সন্তান প্রসব

জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ায় ধর্ষণের শিকার হয়ে এক কিশোরীর (১৩) সন্তান প্রসবের ঘটনায় অভিযুক্ত দূর সম্পর্কের নানা নিজাম মল্লিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার কুষ্টিয়ার কন্দর্পদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাতনির সন্তান প্রসব

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালে কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা থেকে এক নবজাতককে উদ্ধার করে স্থানীয়রা। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। একপর্যায়ে শিশুর মায়ের নাম জানাজানি হলে ঘটনা গড়ায় থানা পর্যন্ত। মামলা হলে র‌্যাব আসামি ধরতে অভিযান শুরু করলে গ্রেপ্তার হন নিজাম মল্লিক (৬৫)।

নিজাম সদর উপজেলার দহকুলার জোনাপ মল্লিকের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-১২ কুষ্টিয়া কোম্পানির কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ইলিয়াস খান আরো জানান, নবজাতকের মায়ের পরিচয় প্রকাশ্যে এলে জানা যায় সে নাবালিকা। ১৩ বছর বয়সের ওই স্কুল শিক্ষার্থী গত জানুয়ারি মাসে নিজাম মল্লিক কর্তৃক নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ৪ অক্টোবর সে একটি কন্যা সন্তান প্রসব করে নবজাতককে ধর্ষকের বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরে ফেলে রেখে যায়।

বৃদ্ধা ঠাকুমা চালাচ্ছেন স্পোর্টস বাইক

এ ঘটনায় রবিবার (৯ অক্টোবর) সদর থানায় মামলা দায়ের হয়। মামলার পরিপ্রেক্ষিতে ওই দিন রাতে অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার কন্দর্পদিয়া গ্রাম থেকে নিজাম মল্লিককে গ্রেপ্তার করে র‌্যাব।