জুমবাংলা ডেস্ক : করোনা পরবর্তী সময়ে আমদানি বাণিজ্য বেড়েছে। পাশাপাশি বন্ধ থাকা পর্যটন, বিদেশে পড়াশোনার চাপও বাড়ে। ২০২১ থেকে দেশের বাইরে পড়তে এবং ঘুরতে যাওয়ার হার বেড়েছে আগের যেকোনো সময়ের তুলনায়। এছাড়া চিকিৎসা খাতেও বিদেশে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যার জন্য প্রয়োজন হচ্ছে বাড়তি ডলারের। শুধু ডলারই নয়, এ সময়ে অন্যান্য গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা- পাউন্ড, আরএমবি, সৌদি রিয়ালসহ প্রায় সবধরনের মুদ্রার চাহিদা বেড়েছে। চাহিদার কারণে দামও বেড়েছে এসব মুদ্রার। আজ শুক্রবার ছুটির দিনে জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোর সর্বশেষ দর যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হয়েছে।
ইউএস ডলার: সর্বোচ্চ ১১০ টাকায় কিনছে আন্তর্জাতিক এ মুদ্রাটি। বিক্রি হচ্ছে ৫০ পয়সা বেড়ে ১১০ টাকা ৫০ পয়সায়।
পাউন্ড স্টার্লিং: ব্রিটিশ মুদ্রাটির ক্রয় মূল্য ১৩৫ টাকা ১৯ পয়সা এবং বিক্রি হচ্ছে ১৩৯ টাকা ৮৫ পয়সা। কেনা ও বিক্রিতে ৪৬ পয়সার পার্থক্য রয়েছে দেশের ব্যাংকগুলোতে।
ইউরো: ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ব্যবস্থা হলো ইউরো। ইউরোপের প্রায় ২২টি দেশের একক বিনিময় মুদ্রা হিসেবে ব্যবহৃত ইউরো দেশের ব্যাংকগুলো কিনছে ১১৬ টাকা ৬৬ পয়সায় এবং বিক্রি করছে ১২১ টাকা ৭০ পয়সায়। ক্রয় এবং বিক্রয়ের সর্বোচ্চ পার্থক্য এ মুদ্রাটিতে। ৫ টাকা ০৪ পয়সা ব্যবধানে বিনিময় চলছে ইউরোতে।
জাপানি ইয়েন: বাংলাদেশের অবকাঠামোগত ও সহযোগিতা প্রদানে সবচেয়ে বেশি অবদান জাপানের। এ দেশের মুদ্রাটিরও বেশি প্রয়োজন হয় শিক্ষার্থীদের জন্য। আজ শুক্রবার এ মুদ্রাটি কেনা হচ্ছে ৭৪ পয়সায় ও বিক্রি হচ্ছে তিন পয়সা বেশিতে ৭৭ পয়সায়।
অস্ট্রেলিয়ান ডলার: পড়াশোনা ও পর্যটনের জন্য বাংলাদেশিদের কাছে অন্যতম আকর্ষণীয় ও প্রধান দেশ অস্ট্রেলিয়া। এ দেশটির মুদ্রা কেনা হচ্ছে ৭০ টাকা ৬৬ পয়সায়। বিক্রি হচ্ছে ১ টাকা ৩৭ পয়সা বেশিতে ৭১ টাকা ৯৭ পয়সায়।
হংকং ডলার: চীনের অন্তর্ভুক্ত স্বায়ত্তশাসিত এ অঞ্চলটির মুদ্রারও রয়েছে ব্যাপক চাহিদা। এ মুদ্রাটি কিনতে দেশের ব্যাংকগুলো খরচ করছে ১৪ টাকা ০৭ পয়সা। অপরদিকে বিক্রি করছে ১৪ টাকা ১৩ পয়সায়।
সিঙ্গাপুর ডলার: এশিয়ার এ দেশটির মুদ্রা ক্রয় হচ্ছে ৮০ টাকা ৬৯ পয়সায় এবং বিক্রি হচ্ছে ৮৩ টাকা ৫৭ পয়সায়।
কানাডিয়ান ডলার: অভিবাসী ও শিক্ষার উদ্দেশ্যে এ দেশটিতে যাওয়ার হার সর্বোচ্চ। এর ফলে প্রয়োজন হয় কানাডিয়ান ডলারের। এ মুদ্রাটি ব্যাংকগুলো কিনছে সর্বোচ্চ ৮০ টাকা ৯৫ পয়সায় ও বিক্রি করছে ৮১ টাকা ৩১ পয়সায়।
ইন্ডিয়ান রুপি: প্রতিবেশী বৃহৎ এ দেশটিতে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক ভ্রমণ করেন। তা চিকিৎসা, পর্যটন, শিক্ষা এবং বাণিজ্য সব বিষয়েই প্রচুর মানুষ দেশটিতে যান। এক সমীক্ষায় দেখা গেছে, ২০২২ সালে সর্বোচ্চ ৫ লাখেরও বেশি নাগরিক দেশটিতে গিয়েছেন। এ দেশটির মুদ্রা রুপি বিক্রি হচ্ছে ১ টাকা ৩৩ পয়সায় যেখানে কেনা হচ্ছে ১ টাকা ২৯ পয়সা।
সৌদি রিয়াল: আরবের এ দেশটিতে প্রতি বছর উমরাহ, হজ ও কাজের জন্য লাখ লাখ মানুষ যাতায়াত করেন। সবচেয়ে বেশি শ্রমিকের গন্তব্য মধ্যপ্রাচ্যের এ দেশটির। সৌদি রিয়ালের তাই চাহিদাও বেশি। আজ সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির মুদ্রা কেনা হচ্ছে ২৯ টাকা ২৮ পয়সায় ও বিক্রি হচ্ছে ২৯ টাকা ৪৬ পয়সায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।