নানাকে ছাড়া কীভাবে থাকব আমি : পরীমণি

বিনোদন ডেস্ক : মাত্র তিন বছর বয়সে মা-হারা হন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। মাতৃহারা হওয়ার পর থেকেই নানার কাছেই বড় হয়েছেন তিনি। এবার সেই প্রিয় নানা শামসুল হক গাজীকে হারালেন নায়িকা।

পরীমণি

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

শুক্রবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পরিচালক চয়নিকা চৌধুরী।

এর আগে গত ১২ অক্টোবর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শামসুল হক গাজী। সে সময় তার একটি ছোট অপারেশনও হয়েছিল। বিষয়টি ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন পরীমণি নিজেই।

এ ছাড়া অপারেশনের আগের দিন পরীমণি হাসপাতালে রাজ্যর সঙ্গে হাস্যোজ্জ্বল নানার একটা ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘এই যারা বলেন, আমার এত মনের জোর কোথায় পেয়েছি! এই যে দেখেন এটা হলো বংশীয় ধারা। ছোট খাটো একটা ওটি (অপারেশন) হবে আমার নানার। দোয়া করবেন।’

সে সময় এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেছিলেন, ‘নানার এখন যে অবস্থা, কখন যে কী ঘটে যায়, বলা যায় না। আমি আসলে ভাবতেই পারছি না। নানা না থাকলে আমার যে কী হবে। কীভাবে থাকব আমি!’

কোন ভারতীয় রাজা তার মেয়েকে বিয়ে করেছিলেন

এরই মধ্যে পরীমণির নানার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের শিংখালীতে নেয়া হয়েছে। সেখানেই পরীর নানির কবরের পাশে তাকে শায়িত করা হবে।