বিনোদন ডেস্ক : নানা পাটেকরকে বলিউডের সবচেয়ে প্রতিভাবান অভিনেতাদের একজন মনে করা হয়। হিন্দি সিনেমায় তার ৪৭ বছরের অভিজ্ঞতা রয়েছে।
অভিনেতার প্রথম ছবি মুক্তি পায় ১৯৭৮ সালে (গমন)। এরপর প্রায় কয়েক শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
লম্বা এই ক্যারিয়ারে ভারতীয় চলচ্চিত্র জগতকে ক্রমাগত পরিবর্তিত এবং উন্নতি হতে দেখেছেন তিনি। পাশাপাশি নিজেও অনেক সাফল্য অর্জন করেছেন।
কিন্তু জানেন কি, নানা পাটেকর তার একটি ছবি দিয়ে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছিলেন! তবে শেষমুহূর্তে সেই ছবির শুটিং না হওয়ায় পুরো পরিকল্পনা ভেস্তে যায়।
মারাঠা মহারাজা শিবাজি মহারাজের জীবন অবলম্বনে নির্মিত এই ছবির জন্য নানা পাটেকর পরিচালক মেহুল কুমারের সাথে হাত মিলিয়েছিলেন।
নির্মাতা মেহুল কুমার এই ছবির মাধ্যমে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ করার চেষ্টা করতে চেয়েছিলেন। মেহুল কুমার ৩৫ টি ক্যামেরা এবং বিভিন্ন স্থানে ১৮ টি ইউনিট সক্রিয় করে মাত্র ১৮ ঘন্টার মধ্যে এই ছবির শুটিং করে বিশ্ব রেকর্ড গড়তে চেয়েছিলেন।
যেহেতু এই ছবিতে নানা পাটেকর মুখ্য নায়ক হতেন, নিশ্চয়ই রেকর্ডটি তার নামে থাকত। কিন্তু কিছু কারণে ঘোষণার পর ছবিটি আর এগোয়নি। তাই এই পরিকল্পনা কার্যকর করা হয়নি।
নানা পাটেকর এই রেকর্ড গড়তে না পারলেও নিজের ক্যারিয়ারে এমন অনেক কাজ করেছেন যা তার কৃতিত্ব বলে গণ্য করা যেতে পারে।
নানা পাটেকর পরিন্দা, ক্রান্তবীর এবং অগ্নিসাক্ষীর মতো চলচ্চিত্রের জন্য তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন। ২০১৩ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। তার ‘প্রহার’ সিনেমা সেনাবাহিনী নিয়ে নির্মিত সবচেয়ে আইকনিক চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়।
নানা পাটেকরকে সম্প্রতি ‘হাউজফুল ৫’ ছবিটিতে দেখা গেছে। অক্ষয় কুমার অভিনীত এই মাল্টিস্টারার ছবির ফ্রাঞ্চাইজির সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।