ন্যানসি-কোনালের সঙ্গে কী করেছেন কনা, প্রশ্ন জয়ের

Nancy

বিনোদন ডেস্ক : ক’দিন ধরেই নেটদুনিয়ায় কণ্ঠশিল্পী ন্যানসির একটি পোস্ট ঘিরে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। তার এই পোস্ট শেয়ার করেছেন গায়িকা কোনালও। ফলে এ ব্যাপারে জমাট বেঁধেছে বিস্তর রহস্য।

Nancy

ন্যানসি ফেসবুকে লিখেছেন, ‘কোকিল নামযুক্ত কূটনীবুড়ি শেয়াল-রাণী পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কীভাবে এবং কতবার কেটে এসেছ সেটা নিয়ে ভাব। মেকআপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ডও ঠিক তেমন বিশ্রী। মানের ভয় তোমার নেই জানি, কিন্তু যতটুকু মান অবশিষ্ট আছে আমি প্রমাণসহ মুখ খুললে সেটাও থাকবে না! তাই যত দ্রুত পার জঙ্গলে চলে যাও, নইলে যেকোনো সময় জনগণের কাছে রাম প্যাদানি খাবে।’

আর এই পোস্ট শেয়ার করে কোনাল লিখেছেন, ‘বহুরূপী, মিথ্যুক, হিপোক্র্যাট, ম্যানিপুলেটরসরা আসলে বোঝে না, অসভ্য আচরণ, বর্বরতা, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না। রাম প্যাদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে! মানুষের সহ্যের সীমা থাকে। সীমা অতিক্রম করাটা আল্লাহও পছন্দ করেন না! সত্যি কথা বলার জন্য ধন্যবাদ ন্যানসি আপু।’

এর আগে, কোনাল নিজেও একটি পোস্ট দিয়েছিলন। যেখানে তিনি লিখেছেন, ‘আল্লাহ যেন এই মিথ্যা, এই অত্যাচার, এই নিষ্ঠুরতার ১০০ গুণ আপনাকে ফিরিয়ে দেন গুণীশিল্পী। আমীন।’

কাকে নিয়ে ন্যানসি ও কোনালের এই ক্ষোভ? এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে শোবিজে। অনেকেই ধারণা করছেন, দেশের আরেক সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে উদ্দেশ্য করেই এমনটা লিখেছেন ন্যানসি। কারণ সম্প্রতি কণার ‘দুষ্টু কোকিল’ গানটি সুপারহিট হয়েছে। আর যেহেতু ন্যানসি তার পোস্টে ‘কোকিল নামযুক্ত কূটনীবুড়ি’ সম্বোধনটি ব্যবহার করেছেন, তাই নেটিজেনরা ধারণা করছেন যে, তিনি কনাকেই ইঙ্গিত করেছেন।

বিষয়টি আজ আরও স্পষ্ট হয়েছে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এক পোস্টে। তিনি লিখেছেন, ‘সমস্যাটা কোথায় আমরা জানি না। কোনালের সঙ্গে কনার কী করেছে? ন্যানসির সঙ্গেও-বা কনা কী করেছে? যার কারণে ন্যানসি এত ক্ষিপ্ত। যখন দুইজন গায়িকা একজন মানুষের ওপর ক্ষিপ্ত হয় তখন সেই মানুষটির উচিৎ আত্মপক্ষ সমর্থন করা। কিংবা নিজেকে ক্লিয়ার করা। আপনাদের নিজেদের এই গন্ডগোল সোশ্যাল মিডিয়া অন্যভাবে ব্যাখ্যা করবে।’

ভারতের রহস্যময় পুকুরে হাততালি দিলেই ঘটে যায় অলৌকিক ঘটনা

তিনি আরও লিখেছেন, ‘বিনোদন সাংবাদিকরা যখন কারও কাছ থেকে কোনো কিছু শুনতে পাবে না তখন মনগড়া নিউজ করবে। প্রকৃত দোষী জিতে যাবে। ভিকটিমরা আরও ক্ষতিগ্রস্ত হবে। সংলাপে বসুন। নিজেরা নিজেরা ইন্ডাস্ট্রির মুরুব্বীদের নিয়ে সমাধান করুন। আপনাদের গান এত ভালো। আপনাদের সম্পর্কগুলো ভালো না কেন?’