বিনোদন ডেস্ক : ভারতের টিভি ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী চ্যাটার্জি সম্প্রতি গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন। হঠাৎ পড়ে গিয়ে দুই হাতই ভেঙে যায় এই অভিজ্ঞ শিল্পীর। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
Table of Contents
কিভাবে ঘটল দুর্ঘটনা?
নিজের বাড়িতে হঠাৎ পড়ে গিয়ে আঘাত পান নন্দিনী চ্যাটার্জি। বিষয়টি নিয়ে তিনি বলেন,
“বাড়িতে পড়ে গিয়ে আঘাত পাই। অসম্ভব ব্যথা অনুভব হওয়ায় চিকিৎসকের পরামর্শ নিই। পরীক্ষার পর জানতে পারি, দুই হাতই ভেঙেছে।”
সফল অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন
নন্দিনীর দুই হাতের ভাঙা হাড় জোড়া লাগাতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত ও সঠিক চিকিৎসায় এখন অনেকটাই ভালো আছেন তিনি।
তিনি বলেন,
“তড়িঘড়ি অপারেশন করান চিকিৎসকরা। কারণ তাড়াতাড়ি শুটিং ফ্লোরে ফিরতে হবে। এখন সুস্থ হয়ে উঠছি। আগের চেয়ে এখন অনেকটা ভালো আছি।”
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেন নিজের অবস্থা
নন্দিনী চ্যাটার্জি নিজের ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে—তার দুই হাতই প্লাস্টারে মোড়ানো। প্রিয় অভিনেত্রীর এমন অবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্তরা। কমেন্ট বক্সে অনেকে শুভকামনা জানাচ্ছেন ও তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
ছোট পর্দার পরিচিত মুখ নন্দিনী
নন্দিনী চ্যাটার্জি দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় কাজ করছেন। বিশেষ করে মা-কাকিমা বা পারিবারিক গুরুত্বপূর্ণ চরিত্রে তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত। কখনো ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভূমিকায় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
১৫ হাজার টাকার মধ্যে সেরা ৪ স্মার্টফোন – বাজেটের মধ্যে সেরা পারফরম্যান্স
বর্তমানে তিনি হিন্দি ভাষার ‘নয়নতারা’ ধারাবাহিকে অভিনয় করছেন। তার অনবদ্য অভিনয়শৈলী ও এক্সপ্রেশনের কারণে দর্শকরা সবসময়ই তার নতুন চরিত্রের জন্য অপেক্ষা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।