জুমবাংলা ডেস্ক : নওগাঁর বদলগাছীতে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা পলাশসহ পর্নো ছবি ও ভিডিও সংরক্ষণ এবং বিক্রি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাত ৯টায় উপজেলার গোবরচাপা ও ভান্ডারপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিকে নেতৃত্বে উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। বুধবার সকাল সাড়ে ৯টায় র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বদলগাছী উপজেলার দ্বারিশন গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে পলাশ হোসেন (৩৬), ভান্ডারপুর বাজারের মৃত নুরুল হুদার ছেলে জহুরুল ইসলাম (৪৩), লালুহার গ্রামের আব্দুস সালামের ছেলে রফিকুল ইসলাম (৩৯), আক্কেলপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মানিক হোসেন (২৭), ভোলার পালশা গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে হাসান আলী (৩২) এবং জয়পুরহাট জেলার বেলাল হোসেনের ছেলে মোনাজাত হোসেন মোনা (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- পলাশ হোসেন আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা। তার সহযোগী হিসেবে মোনাজাত হোসেন কাজ করতো। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিকের নেতৃত্বে গোবরচাপা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় পলাশকে গ্রেপ্তার করে এবং মোনাজাত সাদিয়া হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক দোকান থেকে মালামাল চুরি করে পালানোর সময় গোরবচাঁপা বাজারে অবস্থানরত লোকজন তাদেরকে হাতেনাতে আটক করে র্যাবের নিকট সোপর্দ করে।
এসময় তাদের কাছ থেকে একটি কর্নার সেল, তিনটি ডিজিটাল ওয়েস্ট, সাতটি ফিটিং পাইপ, ১০টি পিভিসি ফিল্টার, চারটি লোকাল পাইপ এবং ১০টি ফাইবার সিলিং উদ্ধার করা হয়।
অপরদিকে পর্নোগ্রাফি সংরক্ষণ করে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে বিক্রি করার অভিযোগে ভান্ডারপুর বাজারে জহুরুল ইসলাম, রফিকুল ইসলাম, মানিক হোসেন ও হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।