Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৭২ যাত্রী ছিলেন। রবিবার (১৫ জানুয়ারি) কাঠমান্ডু পোস্ট এ খবর নিশ্চিত করেছে।
কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, ইয়েতি এয়ারলাইন্স দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন।
ইয়েতি এয়ারলাইন্সের একজন মুখপাত্র সুদর্শন বারতৌলা এএফপিকে বলেন, কেউ বেঁচে আছে কিনা আমার সে সম্পর্কে কিছু জানি না। বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে রওয়া দিয়েছেন উদ্ধারকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।