পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ভারতের কাছে ক্ষমা চাওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। এশিয়া কাপের ফাইনালে ভারত জয়ী হওয়ার পর নাকভির হাত থেকে ট্রফি নিতে না পারার বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায় যে, নাকভি বিসিসিআইয়ের কাছে ক্ষমা চেয়েছেন।
তবে নাকভি এক্সে (সাবেক টুইটার) বার্তায় সেই দাবি উড়িয়ে দিয়ে বলেন, ভারতীয় মিডিয়া সবসময় মিথ্যার ওপর চলে, তথ্যের ওপর নয়। আমি কোনো ভুল করিনি, বিসিসিআইয়ের কাছে কখনও ক্ষমাও চাইনি এবং সামনেও চাইব না।
পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসিসি) চেয়ারম্যান এই খবরকে ‘বানোয়াট ও সস্তা প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছেন।
নাকভি জানিয়েছেন, ফাইনাল শেষে ট্রফি এখনও এএসিসি অফিসে রয়েছে এবং তারা চাইলে এখনো এসিসি অফিসে এসে ট্রফি তার হাত থেকে নিতে পারবে।
তিনি আরও বলেন, আমি ফাইনালে ট্রফি দিতে প্রস্তুত ছিলাম এবং এখনও রাজি আছি। তারা সত্যিই চাইলে আমার কাছে আসুক এবং ট্রফি নিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।